1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবারো পাকিস্তানের সহজ জয়

২৬ এপ্রিল ২০১১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে টানা দ্বিতীয়বারের মত জয়লাভ করেছে পাকিস্তান৷ উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের শতকের সুবাদে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা৷

https://p.dw.com/p/113ux
মোহাম্মদ হাফিজছবি: picture alliance/dpa

ফলে পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে পাকিস্তান ২-০ তে এগিয়ে গেল৷ সেন্ট লুসিয়ার বুশেজো স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান দলের অধিনায়ক শহিদ আফ্রিদি৷

ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ১০ উইকেটে ২২০ রান করে স্বাগতিকরা৷ এর জবাবে ২২১ রানের লক্ষ্য নিয়ে আহমেদ শেহজাদের শতকের উপর ভর করে মাত্র ৩ উইকেট হারিয়েই ২২৩ রানে পৌঁছে যায় পাকিস্তান৷ তখনো তাদের বাকি ছিলো ১২ বল৷ একদিনের ক্রিকেটে শেহজাদের এটি দ্বিতীয় ওডিআই শতক৷

সোমবারের খেলায় ওয়েস্ট ইন্ডিজের একমাত্র সফল বোলার হিসেবে বিশুকেই খেলতে দেখা যায়৷ ৩৬ রান দিয়ে তিনি ২টি উইকেট নেন৷ওয়েস্ট ইন্ডিজের বোলিং-এর সময়ে পাকিস্তানের খেলোয়াড়রা অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে এবং ধৈর্যের সঙ্গে খেলেন৷ ১৮.২ ওভারের মাথায় প্রথম উইকেট পড়ার আগে মোহাম্মদ হাফিজ এবং শেহজাদ ৬৬ রান করেন৷

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ম্যাচের মত এই ম্যাচেও বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা৷ সম্ভাবনা থাকলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি৷ আর এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ রানের বড় সংগ্রহ গড়তে পারেনি৷ দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন সিমন্স৷ এছাড়া মারলন স্যামুলেস ২৯ ও কেমার রোচ ২৪ রান করেন৷

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন সাইদ আজমল, মোহাম্মদ হাফিজ, ওহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি৷ ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের আজমল শেহজাদ৷

পরবর্তী দুটি খেলা অনুষ্ঠিত হবে বারবাডসের কেনসিংটন ওভালে বৃহস্পতিবার এবং সোমবার৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক