1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজ পার, এবার অস্ট্রেলিয়া

১৮ জুন ২০১৯

দারুণ এক জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে৷ এবার অস্ট্রেলিয়ার পালা৷ সেই ম্যাচের জন্য একটু আগেই টনটনের হোটেল ছেড়েছে বাংলাদেশ দল৷ ডয়চে ভেলে তুলে ধরেছে সেই মুহূর্ত৷

https://p.dw.com/p/3KdK2
England Cricket World Cup  Screenshot Facebook
ছবি: Facebook/dw.bengali

সোমবার সহজেই ওয়েস্ট ইন্ডিজের বাধা পার হয়েছে বাংলাদেশ৷ সেমিফাইনালের পথে পরবর্তী বাধা অস্ট্রেলিয়া৷ বৃহস্পতিবারের সেই ম্যাচের জন্য ফুরফুরে মেজাজে টনটনের হলিডে হোটেল ছেড়েছে টাইগাররা৷ ডয়চে ভেলের ফেসবুক লাইভে আরাফাতুল ইসলাম তুলে ধরেছেন সেই মুহূর্তগুলো৷ হোটেলের সামনে বাস দাঁড়িয়ে, কড়া নিরাপত্তা, নিরাপত্তার ঘেরাটোপ সত্ত্বেও প্রিয় তারকাদের একটু সান্নিধ্যের জন্য সমর্থকদের অপেক্ষা, ফটো সাংবাদিকদের ব্যস্ততা – সবই উঠে এসেছে এই লাইভে৷

মাশরাফি, সাকিব, তামিমদের সঙ্গে কথা বলার চেষ্টা ছিল সাংবাদিকদের৷ কিন্তু আইসিসির কোড অব কন্ডাক্ট বাধ সেধেছে৷ তাই বলে ছবি তোলার আহ্বানে সাড়া দিতে ভোলেননি আত্মবিশ্বাসে ভরপুর ক্রিকেটাররা৷ বাসে ওঠার আগে সমর্থকদের সঙ্গেও সেলফিও তুলেছেন তাঁরা৷

সব মিলিয়ে চাপমুক্ত, আত্মবিশ্বাসী একটা দলকেই দেখা গেল টনটনে৷ নটিংহামেও থাকছে সেই আত্মবিশ্বাস৷ দরকার শুধু মাঠের পারফর্ম্যান্সে ধারাবাহিকতা৷ রেকর্ড যা-ই বলুক, টনটনের জয়ে জেগে ওঠা বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্যও বড় হুমকি তো বটেই!

এসিবি/এমকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য