1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

কড়া অস্ত্র আইন: হাউসে বিল পাস, সেনেটে হবে তো?

৯ জুন ২০২২

অ্যামেরিকায় সেমি-অটোমেটিক অস্ত্র রাখার বয়স বাড়িয়ে ২১ করতে বিল পাস করলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। কিন্তু সেনেটে এই বিল পাস হবে তো?

https://p.dw.com/p/4CRPT
একের পর এক গুলিচালনার ঘটনার পর অস্ত্র আইন কড়া করার দাবি জোরদার হয়েছে।
একের পর এক গুলিচালনার ঘটনার পর অস্ত্র আইন কড়া করার দাবি জোরদার হয়েছে। ছবি: Scott Olson/Getty Images

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। প্রেসিডেন্ট জো বাইডেন সহ ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরে দাবি করছেন, অস্ত্র আইন কড়া করতে হবে। বন্দুক রাখার বয়সসীমা বাড়াতে হবে। ফলে সেমি-অটোমেটিক অস্ত্র রাখার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা সংক্রান্ত বিল হাউসে পাস করাতে কোনো অসুবিধা হয়নি। বিলে বলা হয়েছে, ১৫টি গুলি সহ ম্যাগাজিনও আর বিক্রি করা যাবে না।

নিউ ইয়র্ক, টেক্সাস-সহ একের পর এক জায়গায় স্কুলে, চার্চে, সুপারমার্কেটে, মেডিক্যাল সেন্টারে গুলিতে বাচ্চা-সহ প্রচুর মানুষ মারা যাওয়ার পর অস্ত্র আইন কড়া করার দাবি ওঠে। প্রেসিডেন্ট বাইডেনও বলেন, আর কতদিন অ্যামেরিকা এইভাবে মানুষের মৃত্যু দেখবে?

সেনেটে কী হবে?

এখন প্রশ্ন হলো, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে কী হবে? তারা কি এই বিল পাস করবে? সেনেটে এই বিল পাস করতে অন্ততপক্ষে ৬০ জনের সমর্থন লাগবে। কিন্তু সেখানে রিপাবলিকান সদস্যরা অস্ত্র নিয়ন্ত্রণ ও কড়াকড়ির পরিবর্তে স্কুলে নিরাপত্তা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আইন করতে বেশি উৎসাহী।

তবে সাম্প্রতি একের পর এক গুলিচালনার ঘটনার পর কংগ্রেসের উপর আইন পাস করার জন্য চাপ বেড়েছে। এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ১১ বছর বয়সি একটি মেয়ে বুধবারই কংগ্রেস সদস্যদের বলেছেন, গুলিচালনার ঘটনা দেখার পর তার মানসিক অবস্থার কথা।

এই চাপের মুখে সেনেট সদস্যরা বিল পাস করান কিনা, সেটাই দেখার।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)