1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কড়া নিরাপত্তায় ব্রিটেন থেকে দেশে ফিরলেন জুলকারনাইন

২৫ এপ্রিল ২০১১

বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা দ্রুত তাঁকে ঘিরে ধরে খোলা জায়গা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে গেল৷ বলছি, পাকিস্তান দলের উইকেটকিপার জুলকারনাইন হায়দারের কথা৷

https://p.dw.com/p/113T2
জুলকারনাইন হায়দারছবি: AP

স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে সোমবার তিনি দেশে ফিরে গেলে বিমানবন্দরে এই পরিস্থিতি দেখা যায়৷ নিরাপত্তার নিশ্চয়তা পাবার পরে পাকিস্তানের ঐ উইকেটকিপার লন্ডন থেকে দেশে ফিরে যান সোমবার৷ দেশে তিনি নিরাপদ৷ পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাঁকে এই নিশ্চয়তা দেওয়া হয়৷ বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সাথেও, জুলকারনাইন হায়দারকে কথা বলতে দেননি নিরাপত্তা কর্মকর্তারা৷ একটি জিপে করে তিনি বিমানবন্দর ত্যাগ করেন৷

স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে হায়দার সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে৷ পাকিস্তানের জাতীয় দলের উইকেটকিপার হায়দার এবং তাঁর পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা রেহমান মালিকই দিয়েছেন৷ জুলকারনাইন হায়দার গত নভেম্বরে দুবাই থেকে ব্রিটেনে পালিয়ে যান৷ ঐ সময়ে পাকিস্তান- দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ চলছিল৷ হায়দার বলেন, ঐ সময়ে ম্যাচ ফিক্সাররা তাঁকে খুন করার হুমকি দেয়৷

২৪ বছর বয়সের ঐ উইকেটকিপার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের জন্যে আবেদন করেন৷ কিন্তু গত সপ্তাহে ইংল্যান্ডে রেহমান মালিকের সঙ্গে বৈঠকের পরে ব্রিটেনে তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নেন জুলকারনাইন হায়দার৷

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হায়দার রবিবারে বলেছেন, তিনি হায়দারের সঙ্গে কথা বলেছেন, এবং তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চয়তা দিয়েছেন৷ মালিক সাংবাদিকদের বলেন, ‘‘আমি জুলকারনাইনের সঙ্গে (রবিবার) টেলিফোনে কথা বলেছি, যে তিনি এবং তাঁর পরিবার পাকিস্তানে সম্পূর্ণ নিরাপদ৷''

হায়দারকে গত সপ্তাহে নতুন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানানোর পরে স্কটল্যান্ড ইয়ার্ড বিষয়টি খতিয়ে দেখছে বলে মালিক জানিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়