1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কণ্ঠ দিয়ে যায় চেনা

১ মে ২০১৩

নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণের রহস্য নাকি লুকিয়ে রয়েছে কণ্ঠের মধ্যে৷ ব্রিটেনের বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে বিশেষ কিছু প্রবণতা খুঁজে পেয়েছেন৷ তাঁদের দাবি, কণ্ঠ শুনেই বক্তার চেহারা কল্পনা করে নেয় মানুষ৷

https://p.dw.com/p/18Plq
ছবি: imago/CHROMORANGE

প্রায় প্রতিদিনই তো কত মানুষের সঙ্গে আলাপ হয়৷ কখনো সামনা-সামনি, কখনো বা টেলিফোনে৷ তখন কণ্ঠ শুনেই আন্দাজ করতে হয়, মানুষটা কেমন৷ বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণা করে দেখেছেন, কণ্ঠ আমাদের মনে গভীর রেখাপাত করে৷ কণ্ঠ শুনেই আমরা অচেনা মানুষের উচ্চতা ভেবে নিতে পারি, সে কতটা আকর্ষণীয় – তাও ধরে নিতে পারি৷ কিন্তু কে কী বলছে, সেটা বড় কথা নয়৷ শব্দের ফ্রিকুয়েন্সি বা স্পন্দন এবং কণ্ঠের মানই সেখানে আসল বিষয়৷ ভাষা, শব্দ, বাক্য – এ সব বিষয় নাকি তেমন গুরুত্বপূর্ণ নয়৷

ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষণার আরও বেশ কিছু চমকপ্রদ দিক রয়েছে৷ তাতে বলা হচ্ছে, মানুষ আসলে পশুপাখির থেকে খুব একটা আলাদা নয়৷ পুরুষদের কণ্ঠ ভারি হলে এবং নারীদের ‘হাই পিচড' বা উচ্চগ্রামের হলে সব প্রাণীই তাকে আকর্ষণীয় মনে করে৷ এমন কণ্ঠের শ্রোতা তখন বক্তার শারীরিক গঠন কল্পনা করে নেয়৷

Bildergalerie Persische Redaktion Beziehung Humor
কণ্ঠই নারী-পুরুষের আকর্ষণের চাবিকাঠিছবি: imago/CHROMORANGE

শুধু তত্ত্বকথা নয়, গবেষকরা হাতেনাতে পরীক্ষা করে নিজেদের দাবি প্রমাণ করার চেষ্টা করেছেন৷ যেমন ১০ জন পুরুষকে বেছে নেওয়া হয়েছিল, যাদের মাতৃভাষা ইংরেজি৷ তাদের রেকর্ড করা একটি নারীকণ্ঠ শোনানো হয়েছিল, যাতে বলা হচ্ছে – ‘পরীক্ষার জন্য শুভকামনা রইলো'৷ এই নারী কতটা আকর্ষণীয় হতে পারে, সে বিষয়ে তাদের প্রশ্ন করা হয়েছিল৷ আসলে কিন্তু একই নারীর কণ্ঠ তিন রকম মানে রেকর্ড করা হয়েছিল৷ তারপর ডিজিটাল পদ্ধতিতে কিছু রদবদলও করা হয়৷ একটি রেকর্ডিং শুনলে মনে হবে বক্তা ছোটখাট হাসিখুসি মানুষ৷ অন্যটি শুনলে চোখের সামনে ভেসে উঠবে মোটাসোটা ও রাগী এক মহিলা৷ ১০ জন নারীকেও একই ভাবে একটি পুরুষ কণ্ঠ শোনানো হয়েছিল৷ সেই উদ্যোগেরও ফল ছিল একই রকম৷

এই নারী-পুরুষদের উত্তর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা কিছু প্রবণতা লক্ষ্য করেছেন৷ যেমন পুরুষ কণ্ঠে মৌলিক কম্পন কম হলে নারীরা তা বেশি পছন্দ করে৷ তারা আবার কোনো পুরুষকে আকর্ষণীয় মনে করলে নিজেরা উচ্চগ্রামে কথা বলে৷ মানবজাতির বিবর্তনের সঙ্গেও এই মূল্যবোধের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে৷

এসবি /জেডএইচ (ডিপিএ)