1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কনডমের কারণে জেলে গেল জার্মান পুলিশ

১৯ ডিসেম্বর ২০১৮

যৌন মিলনের মাঝপথে সঙ্গীর অনুমতি ছাড়া কনডম সরিয়ে লুকিয়ে ফেলেছিলেন ঐ পুলিশ সদস্য৷ যৌন অপরাধ আইন সংস্কারের ফলে এমন অপরাধের বিচার করা সম্ভব হলো জার্মানিতে৷

https://p.dw.com/p/3AMkq
Kondom
ছবি: picture-alliance/BSIP

৩৭ বছর বয়সি বার্লিনের এই পুলিশ সদস্যকে আট মাসের জেল ও তিন হাজার ইউরো জরিমানা করা হয়েছে৷ গত বছর নভেম্বরে ঐ ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে৷ জার্মান দৈনিক বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সি ঐ নারী অভিযুক্ত ব্যক্তিকে কনডম পরতে বারবার অনুরোধ করেছিলেন৷

কিন্তু অভিযুক্ত ব্যক্তি কনডম পরলেও পরে মাঝপথে তা খুলে ফেলেন৷ ঐ নারী পরে তা টের পান৷ ঘটনার শিকার নারী এতে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যান৷ যৌনরোগ ছড়ানো ও গর্ভবতী হবার আশঙ্কা করেন তিনি৷ পরদিন ঐ ব্যক্তি ফোনে টেক্সট পাঠিয়ে ক্ষমা চান৷ ঐ ব্যক্তি দাবি করেন যে, মাঝপথে কনডমটি ফেটে গেলে তিনি তা সরিয়ে ফেলেন৷

২০১৬ সালে জার্মান যৌন অপরাধ আইন সংস্কার করা হয়৷ সেখানে সঙ্গীর অনুমতি ছাড়া যৌন মিলনে লিপ্ত হলে তা ধর্ষণ বা র শামিল হবে৷ তবে এই ক্ষেত্রে ঐ নারী মিলনে বাধা দেননি৷ তবে কনডম ছাড়া মিলনে লিপ্ত হবার অনুমতিও দেননি৷ তাই ঐ ব্যক্তি অভিযুক্ত হয়েছেন৷ অভিযুক্ত ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল করবেন৷

জেনিফার কারমিনো গনজালেজ/জেডএ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান