1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কফি খেলে গুণতে হবে বাড়তি টাকা?

২৪ ডিসেম্বর ২০১৮

পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে একবার ব্যবহারযোগ্য পণ্যের উপর কর আরোপ করতে যাচ্ছে জার্মানির টুবিংগেন শহর কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/3AapR
ছবি: DW/K. Jäger

কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য নয় এ ধরনের পণ্যের ব্যাবহার কমাতে চায় তারা৷ আর তাই একবার ব্যবহারোপযোগী পণ্য, যেমন কফি কাপ, পিৎসাবক্সসহ অন্যান্য খাবারের মোড়কের উপর কর আরোপের কথা ভাবছে তারা৷ এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রণয়নের কাজ চলছে৷

এর ফলে টুবিংগেন হবে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারকে উৎসাহিত করতে এ ধরনের পদক্ষেপ নেয়া প্রথম শহর৷ শহরটির মেয়র এবং গ্রিন পার্টির সদস্য বরিস পালমার মনে করেন, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের দাম কোনোভাবেই একবার ব্যবহারোপযোগী পণ্যের দামের চেয়ে বেশি হওয়া উচিত নয়৷

‘‘আমরা পরিবেশ অনিষ্টকারী পণ্য ব্যবহারের বিষয়টিকে একেবারে উঠিয়ে দিতে চাই৷ আর তাই একবার ব্যবহারোপযোগী পণ্যের উপর করারোপের মাধ্যমে এর দাম বাড়িয়ে দিতে চাই, যেন মানুষ এটি কম ব্যবহার করে৷''

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটির বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বাবদ গত বছর তাদের খরচ হয়েছিল ৫০ হাজার ইউরো৷ একবার ব্যবহারোপযোগী পণ্যের উপর কর আরোপ করা হলে এর ব্যবহার কমবে, যা একদিকে যেমন পরিবেশবান্ধব পণ্য ব্যাবহারকে উৎসাহিত করবে, অন্যদিকে বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ খরচও কমিয়ে আনবে৷ কেননা,  যে্সব প্রতিষ্ঠান একবার ব্যবহারোপযোগী পণ্য ব্যবহার করছে, তাদেরকে প্রতিটি পণ্যের জন্য কর প্রদান করতে হবে৷

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সমূহ একবার ব্যবহারোপযোগী পণ্যের ব্যবহার বন্ধ করতে একমত হয়েছে৷ উল্লেখ্য, সমুদ্র বর্জ্যের ৫০ ভাগই হলো  প্লাস্টিকের বোতল, কফি কাপ, বাজারের ব্যাগ ইত্যাদির মতো একবার ব্যবহারোপযোগী নানা ধরনের পণ্য৷

এলিজাবেথ শুমাখার/আরআর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য