1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কবুতর নিয়ে কর্ম - মাইক টাইসনের নতুন অভিযাত্রা

৮ মার্চ ২০১১

নানা কাহিনী, অপকর্ম আর জেল জরিমানা দেবার কারণে বারবার সংবাদ হয়েছেন মুষ্টিযোদ্ধা মাইক টাইসন৷ কবুতর নিয়ে কর্ম করায় এবার আবার তিনি শীর্ষ সংবাদে৷

https://p.dw.com/p/10V0s
মাইক টাইসনছবি: picture-alliance/ dpa

মাইক টাইসন কবুতর ভালোবাসেন৷ আর এই কবুতরের কারণেই নাকি তিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন৷ হ্যাঁ, ১৯৬৬ সালে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেয়া মাইক টাইসনের ছেলেবেলা থেকে পছন্দ পায়রা৷ নানা জাতের পায়রা ছিল তাঁর বাড়িতে৷ পড়ন্ত বিকালের রোদে পোষা কবুতরগুলোকে তিনি উড়িয়ে দিতেন৷ তাদের সঙ্গে খেলা করতেন৷ একদিন পাড়ার এক প্রতিবেশী একটি পায়রা মেরে ফেলেছিল৷ আর জীবনের প্রথম পাঞ্চটি নাকি ওর নাকেই মেরেছিলেন টাইসন৷

সেই টাইসন এবার কতুতর নিয়ে টেলিভিশনে নতুন একটি শো করতে যাচ্ছেন৷ সব কিছু ঠিক৷ ছয পর্বের এই শোতে তিনি তাঁর পোষা পায়রাগুলোর সঙ্গে খেলেছেন, নানা কিছু দেখিয়েছেন৷ দেখিয়েছেন কী করে সেগুলো তাঁর নির্দেশ মতো উড়ে বেড়ায়, আবার খাঁচায় চলে আসে ইত্যাদি৷ টাইসন বলেন, আমার জীবনের একটি অংশ হচ্ছে কবুতর৷

এনিমেল প্লানেট নেটওয়ার্কে টেকিং অন টাইসন নামের এই সিরিজটি ২রা মে থেকে প্রচার শুরু হবে৷

তবে পিপলস ফর দ্য এথিকেল ট্রিটমেন্ট অফ এনিমেল নামক একটি পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে টাইসনের এই সিরিজের প্রতিবাদ জানানো হয়েছে৷ বলা হয়েছে, পায়রাগুলোকে আটকে না রেখে, ছেড়ে দিন৷ তাতেই ওগুলোর প্রতি ভালোবাসা দেখানো হবে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম