1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের এক সপ্তাহ বাকি, দিল্লীতে চরম ব্যস্ততা

২৭ সেপ্টেম্বর ২০১০

সব ফ্যাসিলিটি, অর্থাৎ খেলাধুলার জায়গা, এ্যাথলীটদের বাসস্থান ইত্যাদি শেষ করতে হবে৷ আরো বড় কথা, তাদের আশ্বস্ত করতে হবে৷

https://p.dw.com/p/PNHq
দিল্লীর কমনওয়েলথ গেমস ভিলেজ: কল্পনা আর বাস্তবের মাঝামাঝিছবি: DW

বিভিন্ন জাতীয় দল এ্যাথলীটদের ভিলেজে পৌঁছে দেখছে সেখানে শত শত অতিরিক্ত কর্মী ফ্ল্যাটগুলোর কাজ শেষ করা, বাথরুম-টয়লেট পরিষ্কার করা, রাজমিস্ত্রীদের ফেলে রাখা জঞ্জাল সরানোতে ব্যস্ত৷ ওদিকে নতুন দিল্লীর এই গেমসের সমস্যা তো একটা নয়: রয়েছে নিরাপত্তা নিয়ে চিন্তা, ডেঙ্গু মহামারীর আশঙ্কা এবং গত বুধবার একটি ফুটব্রিজ ধসে পড়ার পর স্টেডিয়াম ইত্যাদির নির্মাণকাজ নিয়ে উদ্বেগ৷

আর ছোটখাটো, প্রায় হাস্যকর অথচ বস্তুত হাস্যকর নয়, এমন সব ঘটনা তো সর্বত্র৷ এক গেমস কর্মকর্তার দিকে বেওয়ারিশ নেড়ি কুকুরদের তাড়া; এ্যাথলীটদের ভিলেজের একটি ঘরে একটি সাপ খুঁজে পাওয়ার ঘটনা; এক ভারতীয় বক্সার নাকি ভিলেজে তাঁর ঘরে গিয়ে খাটে বসা মাত্র সেটি ভেঙে পড়ে গেছে!

এছাড়া চলেছে বিদেশী এ্যাথলীটদের না-আসার খবর, যদিও খুব বেশী নয়: অস্ট্রেলিয়ার এক সাইক্লিস্ট এবং একজন মহিলা টেবিল টেনিস প্লেয়ার; এক অলিম্পিক স্বর্ণপদক বিজয়িনী ইংরেজ মহিলা দৌড়বিদ এবং অস্ট্রেলিয়ার এক বিশ্ব ডিস্কাস চ্যাম্পিয়ন, এই ধরণের জনা পাঁচেকের নাম অনুপস্থিতদের তালিকায় নতুন যুক্ত হয়েছে৷

অপরদিকে রবিবার প্রায় ১,১০০ বিদেশী এ্যাথলীট এবং কর্মকর্তারা নতুন দিল্লীতে পৌঁছন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য