1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমস অ্যাথলেটিকসে প্রথম সোনা উগান্ডার

৭ অক্টোবর ২০১০

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে প্রথম সোনাটি ছিনিয়ে নিলেন উগান্ডার মোসেস কিপসিরো৷ চূড়ান্ত পর্বে কেনিয়ার এলিউদ কিপোচোগেকে হারিয়ে সোনা জিতেন কিপসিরো৷ আর ইউরোপ থেকে রুপা পেলেন ইংল্যান্ডের ক্রিস থম্পসন৷

https://p.dw.com/p/PXaK
গেমসের মূল ভেন্যুতেই শুরু হয়েছে অ্যাথলেটিকসছবি: AP

বুধবারের আরেকজন বড় বিজয়ী অস্ট্রেলিয়ার লিজেল জোন্স৷ এদিকে কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ভারতের শ্যুটার, কুস্তিগীর এবং ভারোত্তোলকরা ৬টি সোনা ঘরে তুলেছেন৷ গগন নারাং এবং আনিসা সাঈদ শ্যুটিং-এ সোনা জিতেছেন৷ একটি চূড়ান্ত প্রতিযোগিতায় আফ্রিকার একজন সাঁতারু মহাদেশের জন্যে প্রথম সোনা জিতেছেন৷

ব্যবস্থাপকদের অনেক ধরণের সমস্যা অব্যাহত থাকলেও, সময় অনুযায়িই অ্যাথলেটিকসের প্রথম সন্ধ্যাটি অতিবাহিত হয়েছে৷ কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইকেল ফেনেল বলেছেন, অ্যাথলেটিকস ট্র্যাকে কিছু সমস্যা ছিল এবং ইন-ফিল্ডের অবস্থা খুবই শোচনীয়৷ সাধারণ পরিষ্কারের কিছু কাজ করা হবে এবং কর্মীরা সারারাতই কাজ করবেন৷ ৮ দিন ব্যাপি প্রতিযোগিতা শুরুর তিন ঘন্টা আগেও, এমন অনেক কাজ করতে দেখা গেছে, যা বহু আগেই শেষ হয়ে যাওয়া উচিৎ ছিল৷

লিজেল জোন্স, গেমসের ইতিহাসে দশ জন সবচেয়ে সফল অ্যাথলিটের মধ্যে একজন৷ আটটি সোনা এবং ছয়টি টাইটেল জিতেছেন গেমসে৷ অস্ট্রেলিয়ার আরেক সাঁতারু ল্যান থ্রপের চেয়ে মাত্র দুটি মেডেল কম তাঁর৷ বুধবার তিনি ২শ মিটার ব্রেস্টস্ট্রোকেও সোনা জিতেন৷ জোন্স বলেন, এটি এক কঠিন প্রতিযোগিতা৷ এখানে জয়লাভ করা সত্যিই দারুণ ব্যাপার৷ নতুনদিল্লি কমনওয়েলথ গেমসে এই পর্যন্ত সবচেয়ে বেশি সোনা জিতে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া৷ তারা জিতেছে মোট ২১টি সোনা৷ ১১টি সোনা জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে আয়োজক দেশ ভারত৷ এবং ছয়টি সোনা নিয়ে তৃতীয় অবস্থান ইংল্যান্ডের৷ আর তিনটি করে সোনা জিতে মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকার অবস্থান চতুর্থ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক