1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওজোন গহ্বরের আকার

২৫ অক্টোবর ২০১৩

বায়ুমণ্ডলের একেবারে ওপরের স্তরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ওজোন গহ্বরের আকার কমে গেছে৷ বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট ওজোন গহ্বরটি নাকি দক্ষিণ মেরুর দিকে কিছুটা সংকুচিত হয়েছে৷

https://p.dw.com/p/1A5dc
ছবি: picture-alliance/dpa

ওজোন গহ্বরের পরিবর্তনের কারণ মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা৷ এ কারণেই দিন দিন বাড়ছে এই গহ্বরের বিস্তার৷ ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মির তেজস্ক্রিয়া থেকে আমাদের রক্ষা করে৷ সুতরাং গহ্বর যত বড় হবে, তত মানবজাতির জন্য তা হুমকি হয়ে দাঁড়াবে৷

মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা বলেছেন, এ বছরের মধ্যে এখন ওজোন গহ্বরটির আকার সবচেয়ে বড়, গড়ে ৮১ লাখ বর্গ কিলোমিটার৷ ১৯৯০ সালের তুলনায় যা প্রায় ৬ ভাগ কম৷

নাসার বায়ুমণ্ডল সংক্রান্ত প্রধান বিজ্ঞানী পল এ নিউম্যান জানিয়েছেন, স্থানীয় আবহাওয়ার কারণে এবার এই পরিবর্তন এসেছে৷ চলতি বছর স্বাভাবিকের চেয়ে বায়ুমণ্ডলের উপরিভাবের তাপমাত্রা ছিল বেশি৷ এ কারণে ‘পোলার স্ট্র্যাটোসফেরিক' মেঘ জমা হতে পারেনি৷ প্রসঙ্গত, যখন ওজোন স্তর ক্লোরিন আর ব্রোমিন দ্বারা বিধ্বস্ত হয়, তখনই এই মেঘের সৃষ্টি হয়৷ আর এই ক্লোরিন ও ব্রোমিন মানুষের তৈরি উপাদান থেকেই আসে৷

Fabrikschornsteine
ছবি: picture-alliance/chromorange

আর্থ সিস্টেম রিসার্চ ল্যাবের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক বা এনওএএ প্রশাসনের পরিচালক জেমস বাটলার জানান, নতুন এই ফলাফল তাঁদের উৎসাহিত করেছে৷ ওজোন স্তর যে খারাপের দিকে যাচ্ছে না, এটা খুব ভালো লক্ষণ৷ ৯০-এর দশকের শেষের দিক থেকে ওজোন স্তরের বৃদ্ধি কমে যাওয়া শুরু হয়েছে৷ বিজ্ঞানীরা বলছেন, এ থেকে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই যে ওজোন স্তরের গর্তটি ভরাট হচ্ছে৷

যে সময় গরম আবহাওয়া ওজোন গহ্বরকে ছোট রাখতে সাহায্য করেছে, সে সময় দক্ষিণ গোলার্ধে, এমনকি গত মাসেও সেখানে বেশ উত্তাপ অনুভব করা গেছে৷ বুধবার এনওএএ ঘোষণা করেছে যে, সেপ্টেম্বর মাসে সেখানে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷ ১৮৮০ সালে সেখানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়৷

এপিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য