1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় দেউলিয়ার মুখে হেয়ার ড্রেসার চেইন

২ ডিসেম্বর ২০২০

করোনায় ব্যবসা মন্দা, তাই জার্মানির সবচেয়ে বড় হেয়ার ড্রেসার চেইন প্রায় দেউলিয়া৷ সেলুন ব্যবসা বাচিয়ে রাখতে আদালতে সাহায্যের আবেদন করেছে কিলার৷

https://p.dw.com/p/3m6u1
জার্মানির একটি সেলুন
ছবি: Binh Truong/Xinhua/picture alliance

কিছু দোকান বন্ধ এবং কর্মী ছাটাই হবে বলে জানিয়েছে জার্মানির হেয়ার ড্রেসার চেইন কিলার৷ দেউলিয়া হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সাহায্যের আবেদন করেছে কোম্পানিটি৷ এর ফলে তাদের বেশিরভাগ ব্যবসা বাঁচানো সম্ভব হবে বলে তারা আশা করছে৷ সেপ্টেম্বর মাসে কিলার হেয়ার ড্রেসার গ্রুপের চাওয়া সাহায্যের আবেদনের কার্যক্রম চালিয়ে যেতে সম্মতি জানিয়েছে ভল্সবুর্গ শহরের একটি আদালত৷

১৯৪৮ সালে পারিবারিক ব্যবসা রিনার শুরু হয়, পুরো জার্মানিতে মোট ১,৩০০টি সেলুন রয়েছে তাদের যার কর্মীসংখ্যা প্রায় সাড়ে আট হাজার৷ ‘‘আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে, কর্মী ছাটাই না করে আগামীতে আমাদের ব্যবসা চালিয়ে যাওয়া৷’’ মঙ্গলবার জার্মানির সবচেয়ে বড় হেয়ারড্রেসার প্রতিষ্ঠান কিলার এক বিবৃতিতে জানায়৷ এই কোম্পানির সিইও মিশায়েল মেলজার মনে করেন তাদের সেলুন কোম্পানির পুনর্গঠনের সুবিধা রয়েছে৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, আমাদের যেসব সেলুন এবং দোকান মুনাফা করতে ব্যর্থ হয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে তবে কতগুলো দোকান বন্ধ করা হবে তা এখনো বলা যায় না৷’’ ২০১৯ সালে কিলার কোম্পানির আয় ছিলো ৩০০ মিলিয়ন ইউরো৷ করোনার প্রথম লকডাউনের পর থেকেই কোম্পানিটির ব্যবসায় মন্দা শুরু হয়৷ এ বছরের মধ্যেই সেলুন ব্যবসাকে আবার নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির৷

তবে কিলার সেলুন চেইনের পুনর্গঠন পরিকল্পনা অনুমোদিত হবে কিনা তার সিদ্ধান্ত দেবে আদালত ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি৷

এনএস/কেএম (এএফপি, ডিপিএ)