1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় অসহায়দের পাশে হিজড়ারা

১৯ মে ২০২০

তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের নারীরা অন্য নারী বা পুরুষের মতো নয় বলে নানা বৈষম্যের শিকার৷ আর তা ভাঙতেই করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিজড়া সম্প্রদায়ের একটি দল৷

https://p.dw.com/p/3cTB1
ঢাকার বাড্ডায় অসহায় মানুষের খাবার দিচ্ছেন হিজড়া সম্প্রদায়ের সদস্য মুনমুনছবি: picture-alliance/dpa/N. Islam

লকডাউনে ঢাকা শহরে যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবার সরবরাহ করছে হিজড়াদের এই দলটি ৷ যারা বাড়ির বাইরে বের হতে পারছেন না তাদের বাড়িতে প্যাকেট পৌঁছে দিচ্ছে কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে পৌছে দেয়ার মতো কাজগুলো করছে তারা ৷ হিজড়া সাহায্যকারী দলেরই একজন ২৮ বছর বয়সি মুনমুন জানায়, প্রোটেকটিভ পোশাক, মাস্ক, গ্লাভস পরার পরও করোনা ভাইরাসের ভয় তার থেকেই যায় ৷ তারপরও সে সেই ভয়কে জয় করতে চায়৷ মুনমুনের ভাষায়, ‘‘মরতে আমাদের সকলেই হবে, তবে ভালো কোনো কাজ করে যদি মারা যাই মানুষ আমাদের মনে রাখবে৷’’

হিজড়া বা ট্রান্সজেন্ডার সমাজিকভাবে এখনো অবহেলিত যদিও বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷

এনএস/কেএম( ডিপিএ)

২০১৯ সালের মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য