1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বিপাকে ইটালির ওয়াইন উৎপাদকরা

২৬ মার্চ ২০২০

করোনায় শুধু ইটালির মানুষ আক্রান্ত হয়ে মারাই যাচ্ছেন না, ধ্বসে পড়ছে তাদের অর্থনীতিও৷ দেশটির ওয়াইন উৎপাদক ও রপ্তানিকারকরাও পড়েছেন বিপাকে৷

https://p.dw.com/p/3a4Gh
ছবি: picture-alliance/dpa/L. Coch

ইটালির সর্বদক্ষিণের অঞ্চল পুগলিয়া৷ দিন যত যাচ্ছে এখানকার ওয়াইন উৎপাদকদের চিন্তা ততই বাড়ছে৷ সময়টা এখন আঙ্গুরের ফলনের৷ তার থেকে তৈরি হবে ওয়াইন, যা এই অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি৷

কিন্তু উৎপাদকদের হাতে এখন আঙ্গুর সংগ্রহের পর্যাপ্ত টাকা নেই৷ করোনা ভাইরাসের কারণে এরই মধ্যে ওয়াইনের বিক্রি কমে গেছে৷ জার্মানি এবং ফ্রান্স থেকে আসা সব কার্যাদেশগুলোও বাতিল হয়ে গেছে৷ ‘‘যদি পরিস্থিতির উত্তরণ না ঘটে তাহলে আমরা এমনকি ফসল তোলার জন্য মৌসুমি শ্রমিকদেরও পাবো না,'' বলেন স্থানীয় একটি সংগঠনের প্রধান লুকা লেজারো৷ স্থানীয় উদ্যোক্তারা সাধারণত উৎপাদনে যাওয়ার জন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়৷ কিন্তু এবার পরিস্থিতিটা ভিন্ন৷  

ইটালির ব্যাংকগুলো অবশ্য ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কয়েক বিলিয়ন ইউরো ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে৷ নতুন ঋণের আশিভাগ ‘গ্যারান্টি' সরকার নিজেই দেবে বলে জানিয়েছে৷

তারপরও অর্থছাড় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা৷ বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে ব্যাংকগুলো রয়েছে তাদের অবস্থা এমনিতেই দুর্বল৷ এখানে খেলাপির হারও অন্য অঞ্চলের চেয়ে বেশি৷ এ কারণে যাদের ব্যবসা ব্যাংকের অর্থের উপর নির্ভরশীল, তারা বড় বিপদে পড়েছেন৷ ব্যাংকগুলো সেখানে যথেষ্ট অর্থের জোগান দিতে পারছে না৷

সব মিলিয়ে পুগলিয়ার ওয়াইন শিল্প আর উৎপাদকরা এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাড়িয়ে৷

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান