1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা গুজব ও সরকারি ফরমান

২৬ মার্চ ২০২০

‘এ যুগে খবর ঘটে না, হয় নির্মাণ/ প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান’ চার দশকের বেশি আগে লিখেছিলেন, শওকত ওসমান৷ দিন পাল্টেছে৷

https://p.dw.com/p/3a4hp
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/C. Klose

এখন কবির আর কষ্ট করে বোঝানোর দরকার নাই৷ লাইন মতো খবর পেতে বা খবরকে লাইনে রাখতে প্রায়ই আসছে নতুন নতুন ফরমান৷

সবশেষটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি৷

টেলিভিশনগুলোতে করোনা ভাইরাস সংক্রান্ত গুজব মনিটরিং করার জন্য তথ্য মন্ত্রণালয় তার ১০ উপসচিব এবং চার সরকারি সচিব এবং একজন সিস্টেম অ্যানালিস্টকে দায়িত্ব দিয়েছে৷ তাদের নাম ও পদবি বলে টিভি-২ শাখা থেকে ২৪ মার্চ জারি করা চিঠির শেষে বলা হয়েছে কোনো বেসরকারি টিভিতে করোনা ভাইরাস সংক্রান্ত গুজব চলছে দেখা গেলে তা বন্ধ করতে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে সাথে সাথে জানানোর জন্য ওই ১৫ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে৷

এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে৷ একজন পেশাদার হিসেবে আমি তথ্য মন্ত্রণালয়ের কাছে এর জবাব দাবি করি৷

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

এক: কোন সংবাদের ভিত্তিতে মনে হলো যে, বেসরকারি টিভিগুলো করোনার গুজব ছড়ায়?

দুই: গুজব প্রতিরোধে কমিটির সদস্যদের গুজব যাচাই করার জন্য কোন টুল ব্যবহার করবেন? এই প্রশিক্ষণ তারা কোন কারিকুলামে পেয়েছেন?

তিন: করোনা ভাইরাস বিষয়ে গুজব নিয়েই তারা কেন কাজ করবেন? দায়িত্বশীলদের কাছ থেকে অজস্র তথ্য পাওয়া যায়, টিভিগুলো তা প্রচারও করে; সেসব প্রতিরোধক কমিটি কেন করা হবে না?

রাজনৈতিক গালগপ্প বাদ দিলে টিভি খবরে গুজব প্রচার করা খুব কঠিন, কারণ, তাদের ছবি বা শব্দ ব্যবহার করতে হয়৷ ইচ্ছা করে সেরকম কিছু করলে খুব তাড়াতাড়ি দর্শক তা ধরেও ফেলতে পারবে৷

তারপরও এই কাজটি করতে জারি সরকারি ফরমানে আমার শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার গলা চেপে ধরেছে কেউ৷

 লক্ষণগুলো মিলে গেলেও বলে রাখি হে সদাশয়, আমি কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত নই৷ 

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান। ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য