1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা নিয়ে ‘বাড়াবাড়ি’ ট্রাম্পের পছন্দ নয়

২৪ মার্চ ২০২০

অনির্দিষ্ট কালের জন্য লকডাউন মার্কিন প্রেসিডেন্টের পছন্দ হচ্ছে না৷ তিনি দ্রুত জনজীবন স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করছেন৷ এদিকে অ্যামেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে৷

https://p.dw.com/p/3ZwUL
ছবি: picture-alliance/AP Photo/A. Brandon

গোটা বিশ্ব একদিকে, ট্রাম্প অন্যদিকে৷ অনির্দিষ্টকালের জন্য লকডাউন বা জনজীবন স্তব্ধ করে করোনা ভাইরাসের প্রসার রুখতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রশাসন কড়া পদক্ষেপ নিয়ে চলেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রও ব্যতিক্রম নয়৷ কিন্তু এমন অনিশ্চয়তা প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দ নয়৷ বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতামত খারিজ করে তিনি নিত্যনতুন অবৈজ্ঞানিক ও উদ্ভট দাবি করে চলেছেন৷ অ্যামেরিকায় করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে চললেও তিনি কয়েক সপ্তাহের মধ্যে দেশে আবার ব্যবসা-বাণিজ্য শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন৷ তাঁর মতে, এভাবে সবকিছু বন্ধ রাখলে মহামারির তুলনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে৷ ট্রাম্প বলেন, সমস্যার তুলনায় আরোগ্যের প্রক্রিয়া আরও খারাপ হলে চলবে না৷

বলা বাহুল্য, ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই৷ স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্ট করে দিচ্ছেন, যে অ্যামেরিকার মানুষ নাটকীয়ভাবে সামাজিক যোগাযোগ বন্ধ না রাখলে স্বাস্থ্য পরিষেবার অবকাঠামো সংক্রমণর মাত্রা সামলাতে পারবে না৷ তাঁদের মতে, মানুষকে কাজে না গিয়ে বাসায় থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে হবে৷ তা না হলে ইটালির মতো হাল হতে পারে৷ আপাতত নিউ ইয়র্কের মতো কিছু অংশে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করলেও দেশের বাকি অংশেও সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে৷

কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের এই বছরে গণস্বাস্থ্যের তুলনায় অর্থনৈতিক সংকট ট্রাম্পের জন্য আরও দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে৷ ক্ষমতায় আসার পর থেকে তিনি কর্মসংস্থানসহ অর্থনীতির সার্বিক পরিস্থিতির জন্য বাহবা কুড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ একাই সেই কৃতিত্ব দাবি করে পুনর্নির্বাচনের জন্য ভোটারদের মন জয় করতে চান তিনি৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই প্রচেষ্টা বিফল হতে পারে৷ কারণ এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের আয়ের পথ বন্ধ রয়েছে৷ ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার ফলে পুঁজিবাজারে ধস নেমে চলেছে৷ এমন পরিস্থিতিতে ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন৷

এমন প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের মধ্যে নীতি নির্ধারণ নিয়ে বিভ্রান্তি দেখা দিচ্ছে৷ স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যামেরিকা করোনার প্রসার মোকাবিলা করতে আরও কড়া পদক্ষেপের দাবি করলেও গভীর অর্থনৈতিক মন্দা প্রতিরোধ করতে ট্রাম্পের ঘনিষ্ঠরা এর ঠিক বিপরীতটাই চাইছেন৷ অর্থনীতি চাঙ্গা করতে অর্থমন্ত্রী স্টিভেন মেনুশিন দুই লাখ কোটি ডলার মূল্যের প্যাকেজ ঘোষণা করার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রকাশ করেছেন৷ সেই লক্ষ্যে বিরোধী ডেমোক্র্যাট দলের সঙ্গে আলোচনা চলছে৷ তবে দেশের এমন সংকটের সময়েও ট্রাম্প বিরোধীদের সমালোচনা করে চলেছেন৷ এক টুইট বার্তায় ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘‘ডেমোক্র্যাটরা কি ভাইরাসের জয় চায়?''

এসবি/কেএম (এপি, রয়টার্স)