1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাসে সংক্রমণের হার কমছে

১৬ ফেব্রুয়ারি ২০২০

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে৷ তবে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে আসছে৷

https://p.dw.com/p/3XrHU
ছবি: picture-alliance/dpa/XinHua/Z. Yuwei

তৃতীয় দিনের মতো চীনে করোনা ভাইরাসের নতুন রোগীর সংখ্যা কমেছে৷ দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী রোববার নতুন করে দুই হাজার নয়জন রোগী শনাক্ত হয়েছে৷ যেখানে আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৪৬১ জন৷ সব মিলিয়ে এখন পর্যন্ত চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০০ জন৷ মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে এক হাজার ৬৬৫ জনে৷

এর বাইরে শনিবার ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে, যা ইউরোপের মধ্যে করোনা ভাইরাসে প্রথম প্রাণহানির ঘটনা৷ এছাড়াও হংকং, তাইওয়ান, জাপান, ফিলিপাইন্সেও একজন করে রোগীর মৃত্যু হয়েছে৷

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা জাপানে৷ দেশটিতে ৪১৩ জন শনাক্ত করা হয়েছে৷ তার মধ্যে ইয়োকোহামাতে একটি প্রমোদতরীতে রয়েছেন ৩৫৫ জন৷ সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ৭২, থাইল্যান্ডে ৩৪, দক্ষিণ কোরিয়ায় ২৯, মালয়েশিয়ায় ২২ ও তাইওয়ানে রোগীর সংখ্যা ২০ জন৷ পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মানিতে ১৬ জন, ফ্রান্সে ১২ জন ক্যানাডায় আটজন, স্পেনে ২ জন ও বেলজিয়ামে একজন রোগী শনাক্ত করা হয়েছে৷

এদিকে টাকার মাধ্যমে ভাইরাস ছড়াতে যাতে না পারে তার জন্য উদ্যোগ নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক৷ তারা বাজার থেকে পুরনো টাকা সংগ্রহ করেছে৷ সেগুলো সংক্রমণমুক্ত করে ১৪ দিন রেখে তারপর বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছে৷

এফএস/এআই (রয়টার্স, এএফপি, এপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান