1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা-ভাবনা লিখে রাখার ওয়েবসাইট

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৪ সেপ্টেম্বর ২০২০

সপ্তপর্ণী, শ্রীতমা এবং ঋত্বিক – সমসময়ের এক অনবদ্য ডকুমেন্টেশন তৈরি করছেন তিন বন্ধু৷ লকডাউনের সময় চারপাশে কে কী ভাবছেন, কে কীভাবে নিজেদের সেই ভাবনা প্রকাশ করছেন - এসব নথিভুক্ত করে রাখতে শুরু করেছে ‘টাইমস অফ করোনা’ নামের একটি ওয়েবসাইট৷ প্রতিদিন গড়ে অন্তত পাঁচশ জন পাঠক এই ওয়েবসাইটটি পড়ছেন এবং বিভিন্ন পেশার লোকজন তাঁদের অভিজ্ঞতা ও ভাবনার কথা লিখে পাঠাচ্ছেন৷

https://p.dw.com/p/3iRtW