1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্মজীবী মায়েদের জন্য দাবি

৪ জানুয়ারি ২০২১

করোনা সংক্রমণের হার আবার খুব বেড়ে যাওয়ায় জার্মানিতে নতুন করে শুরু হয়েছে লকডাউন৷ এ অবস্থায় কর্মজীবী নারীদের সংকটের কথা ভেবে তাদের সবেতন ছুটি দেয়ার দাবি জানিয়েছেন লা্র্স ক্লিংবাইল৷

https://p.dw.com/p/3nVBp
Deutschland | Coronavirus: Maskenpflicht an Schulen
ছবি: Annegret Hilse/REUTERS

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে ১০ হাজার ৩১৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে৷ করোনায় মারা গেছেন আরো ৩১২ জন৷ ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আনিয়া কার্লিচেকের কাছে কবে নাগাদ দেশের সব স্কুল এবং ডে-কেয়ার সেন্টার খুলবে- এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই৷ সিডিইউ নেত্রী মনে করেন, স্কুলগুলোতে যেহেতু দ্রুত সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে, তাই পুরোপুরি কবে খোলা যাবে তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে৷

এ অবস্থায় কর্মজীবী নারীদের মধ্যে যাদের সন্তানকে ডে-কেয়ার সেন্টারে পাঠাতে হয়, তাদের অবিলম্বে বেতনসহ ছুটি দিয়ে দেয়ার দাবি জানিয়েছেন সামাজিক গণতন্ত্রী দল (এসডিপি)-র নেতা লার্স ক্লিংবাইল৷ বিল্ড অনলাইনকে তিনি বলেন, মায়েরা যাতে ঘরে সন্তানদের দেখাশোনা করতে পারেন সেজন্য ‘‘সব প্রতিষ্ঠানের উচিত তাদের সবেতন ছুটি দেয়া৷'' তিনি আরো বলেন, শিক্ষার্থীরা কবে থেকে স্কুলে মুখোমুখি বসে ক্লাস করতে পারবে তা-ও খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়া উচিত৷

এসিবি/কেএম (বিল্ড অনলাইন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য