1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার মাঠে জিতলেন শাহরুখ এবং নাইট রাইডার্স

১২ এপ্রিল ২০১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সংক্ষেপে যাকে বলা হয় আইপিএল৷ এবারের আসরের ৬ নম্বর খেলাটি ছিল গতকাল সোমবার রাতে৷ কলকাতায়৷ সেই খেলায় ৯ রানে জিতলোও কলকাতা নাইট রাইডার্স বা কেকেকে৷

https://p.dw.com/p/10rdv

শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স৷ দলের এবারের কাপ্তান গৌতম গাম্ভির৷ প্রতিপক্ষ কুমার সাঙ্গাকারার দল ডেকান চার্জারস, সংক্ষেপে ডিসি৷ টোয়েন্টি- টোয়েন্টি ম্যাচ৷ ইডেন গার্ডেনের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে কলকাতা৷ চার উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৩৷ কলকাতার জ্যাক ক্যালিস একাই করেন ৬৩৷ অধিনায়ক গৌতম গাম্ভির করেন ২৯ আর বিশালের ব্যাট থেকে আসে ১৯ রান৷ পাঠান করেন ২২ রান৷ মনোজ তেওয়ারি করেন ৩০ রান৷ অবশ্য ২০ ওভারের শেষ বল যখন মাঠে গড়ালো তখনো তিনি ছিলেন ক্রিজে৷

অপরদিকে, ডেকান চার্জারস আট উইকেট হারিয়ে করে ১৫৪৷ ২০ ওভারের কোটা পূরণ হয়ে যাওয়ায় দুই উইকেট বাকিই থেকে যায় তাদের৷ ডেকানের পক্ষে সর্বোচ্চ রান করেন ভারত চিপলি, ৪৮ রান৷ এরপর বেশি রান তোলা খেলোয়াড়ের নাম ড্যানিয়েল ক্রিস্টিয়ান৷ তাঁর সংগ্রহ ২৫৷ অধিনায়ক কুমার সাঙ্গাকারার সংগ্রহ ১৬৷

জ্যাক ক্যালিস অনবদ্য খেলার কারণে গতকাল অনুষ্ঠিত এই ম্যাচের সেরা খেলোয়াড়ের সম্মানটি লাভ করেন৷

খেলা দেখতে মাঠে এসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক অভিনেতা শাহরুখ খান৷ স্বভাবই খেলায় জেতার পর তাঁর মুখে লেগেছিল হাসি৷ আর খেলার সময়টা তাঁকে বেশ উত্তেজিতই মনে হয়েছে৷ প্রমাণ হিসাবে বলা হচ্ছে, মাঠে নীরবে নয়, বেশির ভাগ সময় গ্যালারির রেলিং ধরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিলেন৷ অবশ্য এরই ফাঁকে সেল ফোনে প্রয়োজনীয় কথাবার্তাও সেরে নিচ্ছিলেন তিনি কারও কারও সঙ্গে৷ তবে তাঁর এই উত্তেজনার কথা অস্বীকার কিন্তু করেননি তিনি৷ ৯ রানে জিতে তিনি প্রথমে সমর্থক এরপর অধিনায়ক গৌতম এবং কোচ হোয়াটমোরকে ধন্যবাদ জানালেন৷ পিঠ চাপড়ে জানালেন অভিনন্দন৷ তারপর বললেন, ‘সম্পূর্ণ নতুন দল, তাই মাঠে আমি নিজেও উত্তেজিত ছিলাম৷ গত তিন বছর আমাদের দল ভালো খেলতে পারেনি, এবার ভালো করবে এমন আশাই করছি৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়