1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার সংহতি স্কুল

অগ্নিদ্বীপ মুখোপাধ্যায় কলকাতা
২৭ সেপ্টেম্বর ২০২১

কলকাতার ব্যস্ততম উড়ালপুলগুলির মধ্যে একটি গড়িয়াহাট ফ্লাইওভার৷ তার ঠিক নীচেই পথবাসীদের জন্য এই স্কুল৷ বস্তিবাসী শ্রমজীবী অধিকার রক্ষা কমিটি টালা ব্রিজের নীচে বাস করা মানুষদের মধ্যে শুরু করেছিল কলকাতার প্রথম সংহতি স্কুল৷

https://p.dw.com/p/40uY9

এখন কলকাতা ছাড়িয়ে সংহতি স্কুলের শাখা ছড়িয়ে পড়েছে জেলাতেও৷ ভাষা ও অঙ্ক শেখানোর পাশাপাশি থাকে নাচ, গান ও আঁকা শেখার ক্লাস৷ সর্বোপরি প্রতিটি মানুষকে তার জন্মলব্ধ নাগরিক অধিকারগুলির বিষয়ে প্রতিদিন সচেতন করে এই স্কুল৷