1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় কোথায় থাকতেন মির্জা গালিব?

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৮ মার্চ ২০২২

উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে খুব অল্পসময়ের জন্য কলকাতা এসেছিলেন উপমহাদেশের অন্যতম উল্লেখযোগ্য উর্দু ও ফার্সি কবি মির্জা আসাদুল্লা বেগ খান৷ তিনি মির্জা গালিব নামে বেশি পরিচিত৷ কলকাতা শহরে কোথায় থাকতেন গালিব? সেই নিয়ে দ্বিমত রয়েছে কলকাতা-বিশেষজ্ঞদের মধ্যে৷

https://p.dw.com/p/497z5

সাধারণভাবে যে বাড়িটিতে গালিব ছিলেন বলে চিনে নেওয়া হয়েছে, অনেক বিশেষজ্ঞই মনে করেন সেই বাড়িটিতে গালিব থাকতেন না, থাকতেন অন্য এক এলাকায়৷ 
কলকাতা শহরের বাস গালিবের লেখনীকে প্রভূত প্রভাবিত করেছিল, এমনটাই মত গালিবের একনিষ্ঠ পাঠক ও অনুরাগীদের৷ যদিও শহরে কোথায় থাকতেন গালিব, সেই নিয়েই রয়ে গেছে ধোঁয়াশা৷