1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় শুরু হচ্ছে তৃতীয় ইন্দো-বাংলাদেশ গেমস

১৮ মার্চ ২০১০

আগামী ২৪শে মার্চ থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হচ্ছে তৃতীয় ইন্দো-বাংলাদেশ গেমস৷ ২৬ মার্চ পর্যন্ত এই ৩ দিন চলবে এবারের আসর৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুরোমাত্রায় অনুশিলন শুরু করেছে বাংলাদেশের খেলোয়াড়রা৷

https://p.dw.com/p/MVcE
তৃতীয় ইন্দো-বাংলাদেশ গেমসের প্রস্তুতি চলছে কলকাতাতেওছবি: DW

এবার এই আসরে ১০টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন তারা৷

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্দো- বাংলাদেশ গেমসে মোট ৮টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়েছিল৷ এগুলো হলো এথলেটিক্স, সাঁতার, শুর্টিং, ব্যাডমিন্টন, মহিলাদের ফুটবল, বাস্কেটবল, কাবাডি ও খো খো৷ কিন্তু এবার তৃতীয় আসরে জুডো এবং জিমন্যাস্টিকস অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তবে আরচ্যারী থাকছে না এতে৷

বাংলাদেশের অংশগ্রহণকারীরা গত ১ মার্চ থেকে অনুশীলন শুরু করেছেন৷ মাত্র ২০ থেকে ২৫ দিনের অনুশীলন নিয়েই আসন্ন ইন্দো-বাংলা গেমসে অংশগ্রহণ করবে তারা৷

এথলেটিক্স ফেডারেশনের অনুশীলন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, সাঁতারের অনুশীলন মিরপুর সুইমিং কমপ্লেক্সে, শুর্টিং-এর অনুশীলন গুলশান শুর্টিং কমপ্লেক্সে, ব্যাডমিন্টন উডেনফ্লোর জিমন্যাশিয়ামে, মহিলা ফুটবলের অনুশীলন ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, বাস্কেটবলের অনুশীলন মিরপুর ইনডোর স্টেডিয়ামে, কাবাডির অনুশীলন কাবাডি স্টেডিয়ামে এবং খো খোর অনুশীলন চলছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে৷

খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ২২৬ জন এতে অংশ নিচ্ছে৷ তবে এ সংখ্যা বাড়তে পারে বলেও জানা গেছে৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক