1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস

১৬ মার্চ ২০১০

ইডেনে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস৷ সেই সঙ্গে মুখোমুখি হচ্ছে ভারতের বর্তমান ও প্রাক্তন দুই সফল অধিনায়ক৷ তাই সেই খেলা দেখার জন্য উদগ্রীব অপেক্ষায় সমগ্র ভারতবাসী৷

https://p.dw.com/p/MUOM
মঙ্গলবার আসল পরীক্ষা হবে সৌরভ’এরছবি: AP

স্বাভাবিকভাবেই ম্যাচটি আর শুধুমাত্র আইপিএল'এর পরিসরেই সীমাবদ্ধ নেই৷ পরিণত হয়েছে এক রকমের স্নায়ু যুদ্ধে৷ তা এই স্নায়ু যুদ্ধে কে জিতবেন ?

পর পর দুটি ম্যাচ জিতে সৌরভ'এর টিম যে কিছুটা এগিয়ে থাকবে - তা বলাই বাহুল্য৷ তার মধ্যে বোলিং শক্তিকে আরো জোরদার করতে, দলের সঙ্গে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের ‘স্পিডষ্টার' নামে খ্যাত শেন বন্ড৷ তিনি এসেছেন চার্ল ল্যাঙ্গভেল্ট'এর জায়গায়৷ এছাড়াও, চেতেশ্বর পুজারা'র জায়গায় খেলবেন লক্ষ্মী শুক্লা৷ অবশ্য ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বোলার নয়, মঙ্গলবার আসল পরীক্ষা হবে সৌরভ’এর৷ তাঁর ক্যাপটেনসির৷

অন্যদিকে, প্রথম ম্যাচে কুপোকাত হওয়ার পর, যেন মরণ কামড় দিতে প্রস্তুত ধোনীর টিম৷ আর তাঁদের প্রধান শক্তি দলের ব্যাটিং লাইনআপ৷ বিশেষ করে ওপেনার ম্যাথু হেডেন৷ তাঁর ওপর নির্ভর করছে অনেক কিছুই৷ তবে হেডেন'এর সঙ্গে রয়েছেন ধোনী স্বয়ং৷ তিনি দলে এনেছেন মাত্র একটা পরিবর্তন৷ সুদীপ ত্যাগী'র জায়গায় মঙ্গলবার খেলছেন মানপ্রীত গোনি৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক