1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলম্বোর পথ মাড়ালেন না অমিতাভ, শাহ রুখ

৪ জুন ২০১০

যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, শেষ পর্যন্ত তেমনটাই ঘটলো৷ শ্রীলঙ্কায় আয়োজিত ‘বলিউড অস্কার' বর্জন করলেন অনেক নামী বলিউড তারকা৷

https://p.dw.com/p/NhZa
বিতর্ক থেকে দূরেই থাকছেন শাহ রুখছবি: AP

‘ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'এর রীতিই হলো এই যে ভারতের বাইরে কোনো দেশে এই অনুষ্ঠান আয়োজন করা হয়৷ এর মাধ্যমে বিদেশে বলিউড ভক্তদের নাগালের কাছে চলে আসেন পর্দার তারকারা৷ কিন্তু ২০১০ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপর একটা কালো ছায়া পড়ে গেলো, যার কারণ এবারের শহর বাছাই৷

কড়া হাতে তামিল টাইগারদের দমন করে বিতর্কের মুখে পড়েছে শ্রীলঙ্কার সরকার৷ বিশেষ করে ভারতের তামিল নাডু রাজ্যে এই অভিযান মোটেই ভাল চোখে দেখা হয় নি৷ এবার সুযোগ পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোষ মিটিয়ে নিচ্ছে ভারতের অনেক তামিল সংগঠন৷ বলিউড তারকাদের কলম্বো যাত্রা না করার ডাক দিয়েছে তারা৷ সঙ্গে কিছুটা প্রচ্ছন্ন হুমকির সুরও রয়েছে৷

এই অবস্থায় কলম্বোর পথ মাড়ালেন না অমিতাভ বচ্চন, ছেলে অভিষেক, পুত্রবধু ঐশ্বর্য্য৷ গেলেন না শাহ রুখ খানও৷ কমল হাসানের মতো তামিল তারকাদের উপস্থিতির কোনো আশা এমনিতেই ছিল না৷

তবে যাবতীয় চাপ উপেক্ষা করে যে সব দ্বিতীয় সারির তারকা কলম্বো পৌঁছেছেন, তাদের তালিকাও ছোট নয়৷ বিপাশা বসু, বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, দিয়া মির্জা এঁদের মধ্যে অন্যতম৷ শ্রীলঙ্কার ক্রিকেট ক্যাপ্টেন কুমার সাংগাকারা তাঁদের সাহসের প্রশংসা করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই