1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলম্বোয় ‘বলিউড অস্কার্স' বয়কটের মুখে

২ জুন ২০১০

তামিল গোষ্ঠীগুলির চাপে অনেক বলিউড তারকাই হয়তো শেষ পর্যন্ত কলম্বোয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না৷

https://p.dw.com/p/NfFh
অমিতাভ বচ্চন ও শ্রীলঙ্কার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেস – কলম্বোয় এঁরা থাকবেন তো?ছবি: EROS Verleih

বলিউড'এর মহিমা যে বহুকাল আগেই ভারতের সীমানা পেরিয়ে গেছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ তাই বেশ কিছুকাল ধরে চলচ্চিত্র জগতের অনেক পুরস্কার বিতরণ অনুষ্ঠানও বিদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে৷ কিন্তু এমনই এক অনুষ্ঠান এবার রাজনীতির শিকার হয়ে পড়েছে৷

চলতি সপ্তাহে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস৷ কিন্তু তামিল টাইগারদের দমন করতে শ্রীলঙ্কার সরকার যে অভিযান চালিয়েছিল, তার প্রতিবাদে কলম্বোর ‘বলিউড অস্কার্স' অনুষ্ঠান বর্জন করার ডাক দিয়েছে ভারতের কিছু তামিল গোষ্ঠী৷ ফলে সপরিবারে অমিতাভ বচ্চন বা শাহ রুখ খানের মত তারকারা এখনো কলম্বো যাওয়ার বিষয়ে মনস্থির করতে পারছেন না৷

Vivek Oberoi
‘‘বলিউড সেতুবন্ধ রচনা করে’’: বিবেক ওবেরয়ছবি: UNI

এই অবস্থায় অনুষ্ঠানের মর্যাদা রক্ষা করতে এগিয়ে এসেছেন অভিনেতা বিবেক ওবেরয়৷ তিনি সবাইকে বলছেন, ‘‘কলম্বোয় আসুন৷ আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করায় বিশ্বাস করি না৷ বলিউডে তৈরি ছবির কাজই হল সেতুবন্ধ রচনা করা – মানুষের মধ্যে প্রাচীর তৈরি করা নয়৷''

এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদনের জগতে রাজনীতির প্রভাব কতটা থাকা উচিত, সেবিষয়ে বিতর্ক আবার জোরদার হবে, এবিষয়ে কোনো সন্দেহ নেই৷ তবে তামিল গোষ্ঠীগুলি এই সুযোগে শ্রীলঙ্কার সরকারের উপর চাপ সৃষ্টি করতে পিছপা হচ্ছে না৷ বলিউড তারকারা পড়েছেন উভয় সঙ্কটে৷ কলম্বোয় গেলেও সমস্যা, না গেলেও সমস্যা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই