1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস, ওইসিডি, OECD, Paris

১১ জুলাই ২০১০

বিশ্বজুড়ে এখন চলছে সরকারি খরচ কমানোর হিড়িক৷ কেউ কাজ শুরু করে দিয়েছে আর কেউবা পরিকল্পনা করছে৷ কিন্তু গবেষণা বলছে, এই ব্যয় কমানোর সঙ্গে মানুষের মৃত্যুর হার বেড়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে৷ কী সেটা ?

https://p.dw.com/p/OGFd
প্যারিস, ওইসিডি, OECD, Paris
প্যারিসে ওইসিডি সদর দপ্তরছবি: picture-alliance / dpa

কল্যাণ রাষ্ট্র সম্পর্কেতো কম-বেশি সবারই ধারণা আছে৷ বেকার, বৃদ্ধ, নারী, শিশু- এই ধরণের নাগরিকদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কল্যাণরাষ্ট্রের সরকার মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে৷ একেক দেশে একেক হারে এই অর্থ দেয়া হয়৷

গবেষণায় জানা গেছে, এই বরাদ্দ থেকে যদি গড়ে ১০০ ডলার কমিয়ে দেয়া হয় তাহলে মানুষের মৃত্যুর হার বেড়ে যায় চার শতাংশ৷ এর মধ্যে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যুর হার বাড়ে ২.৮ শতাংশ আর হৃদরোগ জনিত বিভিন্ন অসুখে এই হার বেড়ে যায় ১.৮ শতাংশ৷ কিন্তু কেন? গবেষকরা বলছেন, অর্থ কমে যাওয়ায় মানুষের মধ্যে হতাশার জন্ম নেয়৷ সেই থেকে অনেকে শুরু করেন অতিরিক্ত মদ্যপান ও ধূমপান৷ আর কেউ কেউ সইতে পারেননা অর্থ কমে যাওয়ার দু:খ৷ তাই এই পরিণতি৷

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গবেষণাটি৷ বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ ডেভিড স্টাকলারের নেতৃত্বে করা হয় এই গবেষণাটি৷

১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট বা ওইসিডি'র তথ্য পর্যালোচনা করে এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের ১৫টি রাষ্ট্রের তথ্য এখানে ব্যবহার করা হয়েছে৷

গবেষকরা অবশ্য উল্টোটাও পরীক্ষা করে দেখেছেন৷ অর্থাৎ তাঁরা জানতে পেরেছেন যে, ১০০ ডলার কমানোর বদলে যদি ১০০ ডলার বাড়িয়ে দেয়া হয় তাহলে মৃত্যুর হার কমে যায় ১.১৯ শতাংশ!

এছাড়া গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে, শিশুরা যদি লেখাপড়ার ভাল সুযোগ পায়, খেলার জন্য ভাল পরিবেশ পায়, শান্তিপূর্ণ পরিবেশে থাকার সুযোগ পায় তাহলে তারা আরও বেশি স্বাস্থ্যবান হিসেবে গড়ে উঠতে পারবে৷

সুতরাং এবার দেখা যাক, এই গবেষণার ফল সরকারের ব্যয় সংকোচ নীতিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম