1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সব ছেলে খারাপ নয়'

২২ জুন ২০১৬

পথে-ঘাটে অনেক বখাটে ছেলে৷ বখাটেদের ভিড়ে অনেকে ভদ্র ছেলেদেরও ভুল বোঝেন, তাদের সঙ্গে রুক্ষ আচরণ করেন৷ এক বাসে বখাটে ভেবেই এক তরুণকে চড় মেরেছিলেন এক তরুণী৷ ভুল ভাঙতে তার সময় লাগেনি৷

https://p.dw.com/p/1JAkL
Symbolbild Träne
ছবি: Fotolia/Chepko Danil

মেয়েদের উত্যক্ত করার জন্য কিছু মানুষ যেন সব সময় ওঁত পেতে থাকে৷ কেউ কেউ তো এত ভদ্রবেশী, মুখোশটা তাদের এত নিখুঁত যে হয়রানির শিকার না হলে তাদের আসল রূপ চেনা একদম অসম্ভব৷ ভারতের এক লোকাল বাসে এক ভদ্র চেহারার তরুণই ধাক্কা মেরেছিলেন পাশে দাঁড়ানো তরুণীকে৷ ধাক্কা খেয়ে রেগেমেগে কষে এক চড় মেরে বসেন তরুণী৷ আরেক তরুণী চড় খাওয়া তরুণকে ভর্ৎসনা করে বলে ওঠেন, ‘ভদ্রতা শেখোনি?'

অথচ ধাক্কাটা ইচ্ছাকৃত ছিলনা৷ খুব দ্রুত ছুটছিল বাস৷ বারবার আচমকা ব্রেক কষছিলেন ড্রাইভার৷ এ কারণেই টাল সামলাতে না পেরে পাশের তরুণীর গায়ে গিয়ে পড়েছিলেন সেই তরুণ৷ কিন্তু পরিস্থিতি এমন যে নিজেকে ‘নির্দোষ' দাবি করলেও কেউ শুনবে না৷ তাই চড় খেয়ে একবার অবাক চোখে মেয়েটির দিকে তাকানো ছাড়া আর কিছুই করা গেলনা৷

তবে একটু পরে তরুণটি স্থান পরিবর্তন করে তরুণীর সামনে গিয়ে দাঁড়ালেন৷ কয়েক মুহূর্তের মধ্যেই আবার ব্রেক কষলেন ড্রাইভার৷ এবার তরুণী গিয়ে পড়ল তরুণের গায়ে এবং ‘স্যরি' বলার আগে তাকেও চড় মেরে দিলেন তরুণ৷

তরুণীর অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল, আগে কিছু না ভেবে চড় মেরে যে ভুল করেছিলেন তা তিনি বুঝতে পেরেছেন, তিনি বুঝতে পেরেছেন, অনেকেই ‘খারাপ', তবে পাশের এই ছেলেটি ভালো৷

ইউটিউবে এ পর্যন্ত মোট ১৯ লক্ষ ৭০ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য