1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাকাতুয়া নাচতে ভালোবাসে

১৩ জুলাই ২০১৯

শুধু মানুষ নয়, এক গবেষণায় দেখা গেছে কাকাতুয়াও নাচতে খুব ভালোবাসে৷ একটি কাকাতুয়া তো নাচে এমন দক্ষ যা দেখে বিজ্ঞানীরা অবাক!

https://p.dw.com/p/3M1fK
ছবি: picture-alliance/AP Photo/The Times/C. Smith

কয়েক বছর আগে একবার সাড়া ফেলেছিল স্নোবল নামের এক কাকাতুয়া৷ সেই কাকাতুয়া নাচতে জানে৷ ইউটিউবে আপলোড করা একটা ভিডিওতে দেখা গেল ব্যাকস্ট্রিটবয়েজ-এর ‘এভরিবডি' গানের তালে তালে স্নোবল চুটিয়ে নাচছে৷ সেই থেকে সোশালমিডিয়ায় স্নোবল খুব জনপ্রিয়৷ ব্যাকস্ট্রিটবয়েজ-এর ‘এভরিবডি'-র পর সিন্ডি লপারের ‘গার্লস জাস্ট ওয়ান্ট টু হ্যাভ ফান', কুইন-এর ‘অ্যানাদার ওয়ান বাইটস দ্য ডাস্ট'-এর সঙ্গেও নেচেছে সে এবং সেই ভিডিওগুলোও দেখা হয়েছে কয়েক কোটিবার

তাই স্নোবল এবং তার কারণে কাকাতুয়া পাখিও হয়ে গেছে গবেষণার বিষয়৷ গবেষকরা বলছেন, কাকাতুয়া মানুষের মতোই নাচতে ভালোবাসে, কারণ, মানুষের মতো তাদেরও মস্তিষ্ক এবং কানের মধ্যে যোগাযোগটা এমন যে তারাও শুনে শিখতে পারে এবং শুনে আনন্দ প্রকাশ করতে পারে৷ বিজ্ঞান বিষয়ক জার্নাল কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন৷

প্রতিবেদনে বলা হয়, ‘‘সুরের তালে স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করা সব মানুষেরই সংস্কৃতির অংশ এবং এটাই নাচের ভিত্তি৷ কাকাতুয়াও সুরের তালে তালে স্বতস্ফূর্তভাবেই নড়েচড়ে ওঠে এবং ওভাবেই সে আনন্দ প্রকাশ করে৷''

স্নোবলের সবগুলো ভিডিও বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা৷ বিশ্লেষণ করে তারা দেখেছেন, নেচে নেচে তারকা বনে যাওয়া পাখিটি ১৪টি নাচের মুদ্রা জানে! ফলে তারা মনে করছেন, কাকাতুয়াদের মাঝেও সৃষ্টিশীলতা রয়েছে৷টাফটস ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অনিরুদ্ধ প্যাটেল এর আগেও স্নোবলকে নিয়ে গবেষণা করে পাখিটির অনন্য দিকগুলো তুলে ধরেছেন, কারেন্ট বায়োলজিতেই তা প্রকাশিত হয়েছে৷ তিনি মনে করেন কোনো প্রশিক্ষণ ছাড়া স্নোবল যে এভাবে বিভিন্ন ধরনের গানের সঙ্গে অনায়াসে নাচতে পারছে তা প্রমাণ করে যে তার নৃত্যপ্রতিভা মানুষের চেয়ে খুব কম নয়৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)