1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাকা আবারো বিশ্ব সেরা ফুটবলারের আসনটি দখল করবেন: চিকিৎসক

১৬ নভেম্বর ২০১০

সার্জারির পরে সেরে উঠছেন ব্রাজিলের ফুটবল তারকা কাকা৷ গত আগস্টে তাঁর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়৷ তাঁর চিকিৎসক তুরুবিও লেইটে বলেছেন, কাকা আবারও বিশ্বের সেরা ফুটবলারে পরিণত হবেন৷

https://p.dw.com/p/QAOU
ব্রাজিলের ফুটবল তারকা কাকাছবি: picture-alliance/ dpa

কাকার চিকিৎসক বলেন, ‘‘কাকা খুব ভালো করছেন৷ তিনি সেরে উঠার একেবারে শেষ পর্যায়ে রয়েছেন৷ ২০০৭ সালে যে মানে খেলেছেন তিনি সেই একই মানে ফিরে আসার জন্যে তিনি এখন মাসলের ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করছেন৷ আবারো তিনি সেরা ফুটবলার হবেন৷'' কাকার বয়স যখন ১৫, তখন থেকেই চিকিৎসক তুরুবিও লেইটে এই খেলোয়াড়কে জানেন এবং চেনেন৷ তাঁর এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় স্পোর্টস দৈনিক মার্কাতে৷

২০০৭ সালে কাকা গোল্ডেন বল পান এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার নির্বাচিত হন৷ সেই সময়ে কাকা এসি মিলানে ছিলেন৷ ২৮ বছর বয়েসি বিশ্বখ্যাত এই খেলোয়াড় যখন তাঁর হাঁটুর অস্ত্রোপচারের জন্যে যান, সেই সময় রেয়াল মাদ্রিদ ভেবেছিল হয়তোবা মাস চারেকের চিকিৎসার জন্যে যাচ্ছেন কাকা৷

কাকা ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০০৯ সালের জুন মাসে রেয়াল মাদ্রিদে যোগ দেন৷ মার্কা জানিয়েছে, কাকা জানুয়ারি মাসে মাঠে ফিরে আসবেন৷ স্পোর্টস ম্যাগাজিন মার্কার সঙ্গে কাকার সোমবারে এক বৈঠক হয়৷ এরপরেই মার্কা এই খবর দেয়৷ রেয়ালের চিকিৎসক দল, লেইটে, এবং বেলজিয় চিকিৎসক মার্ক মার্টিনসও ঐ বৈঠকে উপস্থিত ছিলেন৷ কাকার হাঁটুতে অস্ত্রোপচার করেন মার্ক মার্টিনস৷ তবে রেয়ালে কাকার পদটি পূর্ণ করেছেন জার্মান ফটবলার মেসুত ওয়েজিল৷ বর্তমান মৌসুম শুরু হবার আগেই ভের্ডার ব্রেমেন থেকে রেয়ালে যোগ দেন মেসুত৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক