1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজাখস্তান পরাস্ত হলো জার্মানির কাছে

১৩ অক্টোবর ২০১০

জার্মানি ভালো খেলেই জিতেছে৷ ইউরোকাপের বাছাই পর্বে আরও একধাপ এগিয়ে গেলো জার্মানি৷ কাজাখ রাজধানী আস্তানায় অনুষ্ঠিত বাছাই পর্বের খেলাটি ছিল কাজাখস্তানের বিরুদ্ধে৷ অনেকটা হেসেখেলেই ৩ গোলে জিতেছে জার্মানি৷

https://p.dw.com/p/Pcyu
জার্মান কোচ খুশি খেলার ফলাফলেছবি: AP

মঙ্গলবার ছিল এই খেলা৷ জার্মানির চতুর্থ ম্যাচ ছিল এটি৷

প্রথম তিনটে ম্যাচেই জিতেছে তারা দারুণভাবে৷ অবশ্য খেলার প্রথমার্ধ ছিল গোলশূণ্য৷ এরপর যখন দ্বিতীয়ভাগ শুরু হলো, তখন অন্যরকম এক জার্মান দল৷ তেজি এবং সতেজ৷ পাস আর সুন্দর বোঝাপড়া৷ ফলাফলও এলো এতে৷ খেলার প্রথম গোলটি করেন মিরোস্লাভ ক্লোজে৷ খেলার দ্বিতীয়ার্ধের শুরুর তিন মিনিটের মাথায় তাঁর পা থেকে এই গোল আসার পর খেলার ৭৬ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় মারিও গোমেজের করা শর্ট গোল পোস্টের জালে জড়িয়ে যায়৷ জার্মান দল এগিয়ে যায় ২ গোলে৷ এরপর লুকাস পোডোলস্কি করলেন ৮৫ মিনিটে আরেকটি গোল৷ জার্মানি ৩, কাজাখস্তান শূন্য৷

এই জয়ের মাধ্যমে গ্রুপ এ-এর শীর্ষ স্থানে এখন জার্মানি৷ জার্মানির পয়েন্ট এখন ১২৷ খেলায় জেতার পর জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ বলেছেন তিনি এই ফলাফলে খুশি৷ বললেন, ‘আমরা যা চেয়েছি তা পেয়েছি৷ তবে অবশ্যই কিছু ভুলও হয়েছে৷ তিনি বললেন,‘আমাদের হাতে এখন ১২ পয়েন্ট৷ যা আমাদের আশায় ছিল৷ এ বছর দল যা অর্জন করেছে, তা সত্যিই অনেক কিছু৷ তবে সব খেলায় যে একই রকম ভালো করবো, তা কিন্তু আমরা আশা করতে পারি না৷ আমরা শীর্ষে থাকলেও চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে যাবার জন্য আমাদের এখনো বেশ কিছু খেলা পরিকল্পিতভাবে খেলতে হবে৷'

দিনের অপর খেলায় জিতেছে আজারবাইজান, স্লোভাকিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড৷ ড্র করেছে বেলজিয়াম এবং অস্ট্রিয়া৷ দর্শকদের উশৃঙ্খল আচরণের কারণে বাতিল হয়েছে ইতালি বনাম সার্বিয়ার খেলাটি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম