1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজরুলের ৮০ শতাংশ বইয়ের প্রথম প্রকাশক যে লাইব্রেরি

৬ সেপ্টেম্বর ২০২১

বিধুভূষণ দে আর গোপালদাস মজুমদার - এই দুই বন্ধুর পদবির আদ্যাক্ষর নিয়ে নাম রাখা হয়েছিল ডি এম লাইব্রেরি৷ ১৯২৩ সালে বারীন ঘোষের আত্মজীবনী প্রকাশ করে প্রকাশনা সংস্থা হিসেবে পথ চলা শুরু এই প্রতিষ্ঠানের৷

https://p.dw.com/p/3zzZn

গোড়ায় বিধুভূষণ দে জড়িত থাকলেও, প্রতিষ্ঠার অল্প সময় পর থেকেই মজুমদার পরিবারের হাতেই এই সংস্থার ভার৷ মানবেন্দ্রনাথ রায়ের লেখা রুশ বিপ্লবের উপর বই থেকে শুরু করে পূর্ণেন্দু পত্রীর ‘সিনেমা, সিনেমা’ সব ধরনের বইই ছেপেছেন এরা৷ কাজী নজরুল ইসলামের আশি শতাংশ বইয়েরও প্রথম প্রকাশক ডি এম লাইব্রেরি৷ এখন সংস্থার ভার সামলাচ্ছেন আশিস গোপাল ও তার পুত্র অরিত্র গোপাল মজুমদার৷