1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজ করছেনা আইফোনের ‘অ্যালার্ম’ অপশন

৩ জানুয়ারি ২০১১

নতুন বছরটা ঠিক ভালভাবে শুরু হলো না অনেক আইফোন ব্যবহারকারীর৷ কারণ ফোনের অ্যালার্ম অপশন ঠিকমত কাজ করছেনা৷ ফলে নতুন বছরের প্রথম দুই দিনে অনেক ব্যবহারকারীকে ঘুমাতে হয়েছে বেশি সময় ধরে৷

https://p.dw.com/p/zsmN
আইফোন ৪ছবি: AP

যারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন বলে অ্যালার্ম দিয়ে রেখেছিলেন তাঁরা সে কাজে যেতে পারেন নি৷ অনেকে ধরতে পারেন নি গির্জার প্রার্থনা৷

জানা গেছে, নভেম্বরে যে আইফোন বাজারে এসেছে, মানে একেবারে সাম্প্রতিকতম আইফোনে এই সমস্যাটা হয়েছে বেশি৷

তবে আইফোন নির্মাতা অ্যাপল ব্যবহারকারীদের আশ্বস্ত করেছেন এই বলে যে, নতুন বছরের তৃতীয় দিনটা ঠিক সময়মতই ঘুম থেকে উঠতে পারবেন ব্যবহারকারীরা৷ কারণ সমস্যার সমাধান হয়ে গেছে৷

আইফোনের এই সমস্যা এবারই প্রথম নয়৷ গত অক্টোবরের শেষে ও নভেম্বরের প্রথমেও এই ধরনের সমস্যায় পড়েছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যবহারকারীরা৷ ঐ সময়টা ছিল ‘ডে লাইট সেভিং' ব্যবস্থার জন্য সময় পরিবর্তনের সময়৷ কিন্তু আইফোন সেটা বুঝতে পারেনি৷ ফলে অনেককে অফিস যেতে হয়েছিল দেরি করে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম