1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারের নির্বাচন ফিফার ‘ভুল' সিদ্ধান্ত: ওবামা

৩ ডিসেম্বর ২০১০

শেষ হলো দুই বছরের টান টান উত্তেজনা৷ ঘোষিত হলো ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রাশিয়া ও কাতারের নাম৷ ফিফা প্রেসিডেন্ট জেপ ব্লাটারের ফলাফল ঘোষণা শেষ হবার পর থেকেই শুরু হয়ে যায় মন্তব্যের বন্যা৷

https://p.dw.com/p/QOag
বারাক ওবামাছবি: AP

কীভাবে নির্বাচন

ফিফা'র নির্বাহী কমিটির ২২ জনের ভোটে নির্বাচিত হলো আয়োজক দেশ৷ তার আগে আবেদনকারী দেশগুলোকে নানান ভাবে তাদের আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরতে হয়েছে৷ ফিফা'র একটা দল আবেদনকারী প্রতিটি দেশ ভ্রমণ করে বাস্তব অবস্থা স্বচক্ষে দেখে এসেছিলেন৷ তারপর শুরু হয় রাজনীতি আর তদবির৷ এবার সেই তদবিরের কারণেই দুর্নীতির ফাঁদে পড়েন ফিফার নির্বাহী কমিটির দুই সদস্য৷ টাকা খাওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে৷

কোন বিবেচনা?

ঠিক কোনো কারণে রাশিয়া ও কাতারের নাম এলো সেটা জানা গেলেও সবাই ধারণা করছেন নতুন কোনো দেশে বিশ্বকাপ আয়োজন হোক, এই ধারণা থেকেই হয়তো এবার এই দুটি দেশকে বেছে নিয়েছে ফিফা৷ তবে আয়োজক দেশ হিসেবে কাতারের নাম আসার ব্যাপারটি বেশ আলোচিত হচ্ছে৷ কারণ এই দেশটি কখনোই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারেনি৷ এছাড়া কাতারের আবহাওয়ার কথাও বলছেন কেউ কেউ৷ কারণ মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যখন বিশ্বকাপ আয়োজিত হবে তখন সেখানকার তাপমাত্রা বেশ চড়া থাকার কথা৷ কিন্তু কাতারের কর্মকর্তারা তা মানতে রাজি নন৷ তাঁরা বলছেন, বিশ্বকাপের সময় প্রযুক্তির মাধ্যমে জলবায়ু নিয়ন্ত্রণ করে এমন এক পরিবেশ তৈরি করা হবে যা খেলোয়াড় ও দর্শকদের স্বস্তি দেবে৷

Joseph Blatter Igor Shuvalov Hamad bin Khalifa Al-Thani NO FLASH
ফিফা প্রেসিডেন্ট জেপ ব্লাটারের সঙ্গে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইগোর শুভালভ (ডানে) ও কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানি (বামে)ছবি: AP

বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে৷ কারণ আয়োজক দেশ হিসেবে কাতারের নাম ঘোষণাকে তিনি সরাসরি ফিফার ‘ভুল' সিদ্ধান্ত বলেই মন্তব্য করেছেন৷ আর রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন এতটাই খুশি হয়েছেন যে, ফলাফল ঘোষণার পরপরই তিনি সুইজারল্যান্ডে উড়ে গেছেন ফিফাকে ধন্যবাদ জানাতে৷ বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়া এই সুযোগ পাওয়ায় বেশ খুশি পুটিন৷ কারণ সম্প্রতি উইকিলিক্স ওয়েবসাইটে গোপন কিছু নথিপত্র প্রকাশকে ঘিরে ইংল্যান্ডের সঙ্গে রাশিয়ার কিছুটা টানাপোড়েন চলছিল৷ আর রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ফলাফল ঘোষণার কয়েক মুহূর্ত পরেই তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন হুররে...আমরা জিতে গেছি!!!

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই