1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতার সংকট নিরসনে জার্মানি

৬ জুলাই ২০১৭

জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ সত্যি কিনা তা যাচাই করে দেখবে জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

https://p.dw.com/p/2g3SB
Katar Bundesaußenminister Gabriel in Doha
ছবি: Picture alliance/dpa/G. Fischer

বৃহস্পতিবার জার্মানির ডয়েচলান্ড ফুংক রেডিওকে গাব্রিয়েল জানান, কাতার ইতিমধ্যে অভিযোগ যাচাইয়ের জন্য জার্মান গোয়েন্দা সংস্থার কাছে সংশ্লিষ্ট সব দলিল-দস্তাবেজ, নথিপত্র তুলে দিতে রাজি হয়েছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতেও সম্মত হয়েছে কাতার৷'' জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএনডি কবে থেকে শুরু করে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে পারবে সে বিষয়ে অবশ্য কিছু বলেননি সিগমার গাব্রিয়েল৷

গতমাসে অর্থনৈতিক ও অন্যান্য অবরোধ আরোপের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার সময় ১৩টি শর্ত দিয়ে বলা হয়েছিল, শর্তগুলো না মানলে আরো কঠোর অবরোধের মুখে পড়বে কাতার৷ শর্তগুলো মেনে নেয়ার জন্য সময়ও বেঁধে দেয়া হয়েছিল৷ তবে সেই সময় পার হয়ে যাওয়ার পরও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন নতুন কোনো ঘোষণা দেয়নি৷ তবে সংকট নিরসনও হয়নি৷ কুয়েতের মধ্যস্থতায় এখনো সংকট নিরসনের চেষ্টা চলছে৷

শুরু থেকেই কাতার দাবি করে আসছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেয়ার অভিযোগ সম্পূর্ণ অমূলক৷ সৌদি আরব ও তাদের চার মিত্র দেশের দেয়া ১৩টি শর্তের কোনোটিই মানা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছে দেশটি৷

এসিবি/ ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য