1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ড

১৯ মে ২০২০

করোনা মহামারি রোধ লঙ্ঘনে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করেছে কাতার৷ রোববার থেকে কেউ মাস্ক ছাড়া বাড়ির বাইরে বা পাবলিক প্লেসে বের হলে তার তিন বছর পর্যন্ত জেল হতে পারে৷ 

https://p.dw.com/p/3cTBB
কাতারের রাজধানী দোহায় মাস্ক পরা দুই ব্যক্তিছবি: AFP/K. Jaafar

বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণের হারের সাথে লড়াই করছে মরুভূমি রাষ্ট্র৷ ক্ষুদ্র উপসাগরীয় রাষ্ট্রে ৩০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত অর্থাৎ দুই কোটি ৭৫ লাখ বাসিন্দারের মধ্যে শতকরা ১.১ ভাগ আক্রান্ত করোনায়৷ যদিও করোনায় মৃতের সংখ্যা কাতারে এ পর্যন্ত মাত্র ১৫ জন৷ করোনা সংক্রমণ রোধে নেওয়া বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপের মধ্যে কাতারের এই শাস্তিই সবচেয়ে কঠিন৷ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা৷ পদক্ষেপটি যদিও গবেষকদের মধ্যে বিতর্কিত৷

করোনা বিস্তার রোধে কাতারের মসজিদ, স্কুল, শপিংমল এবং রেস্তোরাঁ বন্ধ৷  তবে ২০২২ সালের বিশ্বকাপের জন্য ৭টি নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে৷  তার মধ্যে তিনটি স্টেডিয়ামের নির্মাণ কাজের শ্রমিকেরাও করোনা ভাইরাসে সংক্রমিত৷ 

এনএস/কেএম (এএফপি)

গত সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...