1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান্দাহারে শিগগিরই শুরু হচ্ছে তালেবান বিরোধী প্রচণ্ড অভিযান

৯ মার্চ ২০১০

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে একটি মার্কিন সেনা ক্যাম্প পরিদর্শন করেন৷

https://p.dw.com/p/MOCR
কান্দাহার এলাকা থেকে তালেবান বিদ্রোহীদের বিদায় করতে চায় ওয়াশিংটনছবি: picture-alliance/dpa

গেটস’এর এই সফরকালেই জানানো হয়েছে, খুব শিগগিরই কান্দাহারে শুরু হচ্ছে তালেবান বিরোধী প্রচণ্ড অভিযান৷ আর এটাই হয়তো হবে আফগানিস্তান থেকে তালেবান গোষ্ঠীর মূল উৎপাটন৷

আফগানিস্তান সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস দক্ষিণ আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলছেন, খুব শিগগিরই তাদেরকে তালেবান বিরোধী যুদ্ধের চূড়ান্ত অভিযানে নামতে হচ্ছে৷ কান্দাহারের মার্কিন সেনা শিবিরে তাঁর এই বক্তব্য এমন এক সময়ে আসলো, যখন প্রচারিত হচ্ছে যে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে মরণ কামড়ের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী৷ আর এই চরম যুদ্ধটি হবে কান্দাহারে, মনে করা হয় এই স্থানটিই হচ্ছে তালেবানদের সবচেয়ে বড় ঘাঁটি৷

Robert Gates in Kabul Afghanistan
আফগানিস্তানে রবার্ট গেটস (ফাইল চিত্র)ছবি: AP

কান্দাহারের নিয়ন্ত্রণ নিতে সেখানে কয়েক মাসের মধ্যে সেখানে যোগ দিচ্ছে হাজারো ন্যাটো সেনা৷ আট বছরের এই যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুত পরিকল্পনা অনুসারে এই কাজে নেমেছে আন্তর্জাতিক বাহিনী৷ এরই অংশ হিসাবে সেখানে গত বছরই কয়েক হাজার নতুন মার্কিন সেনা মাঠে নেমেছে৷ আরো সেনা সেখানে এসে পৌঁছবে শিগগিরই৷ পরিকল্পনা অনুসারে সব কিছু ঠিকঠাক এগিয়ে গেলে এবং তালেবান অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ সম্ভব হলে আগামী বছরের মাঝামাঝি থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে, এমনটাই রয়েছে মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তান যুদ্ধের রোডম্যাপে৷

কাবুলে চকিত সফরে সোমবার সেখানে যান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গেটস৷ আজ মঙ্গলবার তিনি উত্তর কান্দাহার শহর থেকে ৩০ মাইল দূরের একটি মার্কিন সেনা ঘাঁটিতে সৈনিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনাদের সকলের জন্যই এটি একটি কঠোর এবং কঠিন যাত্রা৷'' এখানে বিশেষ ভাবে উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত ২২ জন সেনা নিহত এবং অন্তত ৬২ জন মারাত্মকভাবে আহত হয়েছে তালেবান হামলায়৷ গেটস বলেন, ‘‘আপনারা এমন এক এলাকায় আছেন, যে এলাকা পুরোপুরি তালেবান নিয়ন্ত্রিত৷ আর এ কারণেই আপনাদের রক্ত ঝরছে৷

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাবাহিনী এবং ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল কান্দাহার অভিযানের বিষয়ে বলেছেন, কান্তাহার অভিযান হবে পর্যায়ক্রমে, এখানে আমাদের যাতে কোন বড় ধরণের ক্ষতি না হয়, সে দিকটা থাকবে সর্বোচ্চ পরিকল্পনার মধ্যে৷'' এ ক্ষেত্রে গত মাসে হেলমন্দ প্রদেশের কাছাকাছি মারজাহ-তে সৃষ্ট হতাহতের ঘটনার বিষয়টিকে উদাহরণ হিসাবে টেনেছেন এই মার্কিন সেনা কমান্ডার৷

কান্দাহার অভিযানের বিষয়ে কান্দাহারের ফ্রন্টেনেক সেনা বেসের স্ট্রাইকিং ইউনিটের ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেনেন্ট জনাথান নেওমান এ প্রেস ব্রিফিং এ বলেছেন, কান্দাহার অভিযানের প্রস্তুতি শুরু করেছেন তাঁর সেনারা৷ এখন চলছে হিসাব কষার কাজ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: সঞ্জীব বর্মন