1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান উৎসবে কার্লা ব্রুনির প্রেমের চিঠি

৩ ফেব্রুয়ারি ২০১১

শিল্পবোদ্ধাদের কাছে কান চলচ্চিত্র উৎসব নিয়ে আগ্রহ একটু বেশিই৷ ১১ মে শুরু হবে এই উৎসব৷ আর এবারের উৎসবের সূচনা হচ্ছে ফরাসি ফার্স্ট লেডি কার্লা ব্রুনি-সার্কোজি অভিনীত ছবি ‘মিডনাইট ইন প্যারিস’ দিয়ে৷

https://p.dw.com/p/109dC
French, First, lady, Carla, Bruni, Sarkozy, Qatar, Elysee, Palace, Paris, France, এলিসি, প্রাসাদ, কাতার, রানী, মডেল, গায়িকা, অভিনেত্রী, কার্লা ব্রুনি, কান, উৎসব,
এলিসি প্রাসাদে কাতারের রানীর সাথে মডেল, গায়িকা ও অভিনেত্রী কার্লা ব্রুনিছবি: picture alliance/abaca

কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্সের কথায়, ‘‘মিডনাইট ইন প্যারিস' অর্থাৎ প্যারিসে মধ্যরাত নামের এই ছবিটি প্যারিসের একটি চমৎকার প্রেমের চিঠি৷ এই ছবিতে উডি অ্যালেন তাঁর আগের ছবিতে উঠে আসা বিষয়গুলোর দিকে আরো গভীর দৃষ্টি দিয়েছেন৷ ইতিহাস, শিল্প, আনন্দ এবং জীবনের সাথে আমাদের সম্পর্ক নিয়ে গভীর বিশ্লেষণ এটি৷'' ছবিটিতে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির স্ত্রী কার্লা ব্রুনি অভিনয় করায় একটু আলাদা স্বাদ রয়েছে৷ তাছাড়া রোমান্টিক কমেডি ধারার এই ছবিটিতে রয়েছেন অস্কার বিজয়ী ম্যারিওন কটিল্যার্ড, মার্কিন অভিনেতা ওয়েন উইলসন এবং অ্যাড্রিয়েন ব্রডির মতো চলচ্চিত্র তারকারা৷

অবশ্য ফরাসি ট্যাবলয়েডের বরাতে ভেতরের খবরও কিছুটা জানা গেছে৷ আর তা হলো, ছবির শুটিং এর শুরুর দিকে কার্লা ব্রুনি বেশ হোঁচট খেলেও শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই তাল সামলে নিয়েছেন৷ এমনকি মাত্র একটি শটের জন্যই নাকি ৩৫ বার শুটিং করতে হয়৷ ফলে প্রথম দিকে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবলেও পরিচালক উডি অ্যালেন শেষে জানান, ‘‘তিনি বেশ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন৷ বেশ ভালোভাবেই তাঁর ভূমিকা ফুটিয়ে তুলেছেন৷ ফলে তাঁর প্রত্যেকটি শটই ছবিতে রাখা হচ্ছে৷''

যাহোক, ৭৫ বছর বয়সি মার্কিন অভিনেতা, কাহিনী রচয়িতা এবং অস্কার বিজয়ী পরিচালক উডি অ্যালেনের এটি ৪১তম ফিচার ফিল্ম৷ কান চলচ্চিত্র উৎসবে অ্যালেনের পদচারণা নিয়মিতই৷ এছাড়া ২০০২ সালে অ্যালেন বিশেষ সম্মাননা পদক পান কান উৎসবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান