1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান উৎসবে বিদ্যা, অমিতাভ

১৬ মে ২০১৩

শুরু হয়ে গেল কান চলচ্চিত্র উৎসব৷ জুরিমণ্ডলীর সদস্য বিদ্যা বালন৷ উদ্বোধনী ছবি ‘গ্রেট গ্যাটসবি’-র অন্যতম চরিত্র অমিতাভ বচ্চন৷ কান-এ বলিউডের এমন রমরমা এর আগে দেখা যায় নি৷

https://p.dw.com/p/18YFe
Jury members of the 66th Cannes Film Festival (L-R) directors Lynne Ramsay and Ang Lee, Jury President Steven Spielberg, actress Nicole Kidman, actor and director Daniel Auteuil, actress Vidya Balan, actor Christoph Waltz, directors Naomi Kawase and Cristian Mungiu during a photocall before the opening of the 66th Cannes Film Festival in Cannes May 15, 2013. The 66th Cannes Film Festival runs from May 15 to May 26. REUTERS/Eric Gaillard (FRANCE - Tags: ENTERTAINMENT)
ছবি: Reuters

কান চলচ্চিত্র উৎসবের লালা গালিচা মানেই গোটা বিশ্বের নজর৷ ‘গ্রেট গ্যাটসবি'-র তারকাদেরও সেখানে দেখা গেল৷ ছিলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও, ক্যারি মালিগ্যান, অমিতাভ বচ্চন ও পরিচালক বাজ লুয়রম্যান৷ ২০০১ সালে এই লুয়রম্যান তাঁর ‘মুল্যাঁ রুজ' ছবি নিয়ে হাজির ছিলেন কান-এ৷ কান-এ এত জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বোধহয় এর আগে হয় নি৷ তারকাদের তালিকায় আরও আছেন মাইকেল ডগলাস, ম্যাট ডেমন, এমা ওয়াটসন ইত্যাদি৷ ১২ দিন ধরে গোটা বিশ্বের চলচ্চিত্র জগতের দিকপালদের সমারোহ দেখা যাবে ফ্রান্সের এই ছোট্ট শহরে৷

গত কয়েক বছরে আর্থিক মন্দার বিষণ্ণ ছাপ পড়েছিল কান চলচ্চিত্র উৎসবের উপরেও৷ এ বছর সেই কালো ছায়া কেটে যাবে বলে আশা করা হচ্ছে৷ গত প্রায় এক দশক ধরে হলিউডের উপস্থিতি বেড়ে গেছে৷ বাকি বিশ্বে হলিউডের ছবির বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্রও হয়ে উঠছে কান৷

এ বছরের জুরিমণ্ডলীও বেশ নজর কাড়ার মতো৷ স্টিভেন স্পিলবার্গের নেতৃত্বে রয়েছেন অভিনেত্রী নিকোল কিডম্যান, পরিচালক আং লি, ভারতের বিদ্যা বালন, অস্ট্রিয়ার ক্রিস্টফ ভালৎস ইত্যাদি৷

চরিত্রটি ছোট হলেও হলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে অমিতাভ বচ্চন বেশ সন্তুষ্ট৷ বলেছেন, এর আগে এমন প্রস্তাব আসে নি৷ ভবিষ্যতেও উপযুক্ত চরিত্রের জন্য তাঁর নাম ভাবা হলে তিনি আপত্তি করবেন না৷ ৭১ বছরের এই যুবক ফেসবুক, টুইটার, ব্লগের মাধ্যমে ভক্তদের ‘আপডেট' দিয়ে চলেছেন কান চলচ্চিত্র উৎসব সম্পর্কে৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য