1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে উৎকণ্ঠার অবসান

৬ সেপ্টেম্বর ২০১৬

কাবুলে জোড়া বোমা হামলার পর থেকে শুরু হওয়া উৎকণ্ঠার অবসান হয়েছে৷ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে দু-দুটি সন্ত্রাসী হামলায় ২৪ জন নিহত এবং ৯১ জন আহত হয়৷ মঙ্গলবার তিন সন্ত্রাসীকে হত্যা করেছে আফগান পুলিশ৷

https://p.dw.com/p/1JwJi
আফগানিস্থানের কাবুলে হামলা
ছবি: Reuters/M. Ismail

সোমবার রাজধানী কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছের একটি এলাকায় প্রথমে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়৷ বিস্ফোরণে হতাহতদের সহায়তায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা এগিয়ে গেলে এক হামলাকারী নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়৷ এই দুই হামলায় মোট ২৪ জন নিহত এবং ৯১ জন আহত হয়৷

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতি হামলা
ছবি: picture-alliance/AP Photo/R. Gul

সোমবার রাতে কাবুলের কেয়ার ইন্টারন্যাশনাল ভবনে ঢুকে সেই ভবনের বাসিন্দাদের জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা৷ মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালায় পুলিশ৷ শুরু হয় বন্দুকযুদ্ধ৷

বেসরকারি সংস্থা কেয়ার ইন্টারন্যাশনাল ভবনে পুলিশের সফল অভিযান শেষে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পুলিশের বিশেষ অভিযান শেষ হয়েছে৷ গত রাতে যারা কেয়ার ইন্টারন্যাশনালে হামলা চালিয়েছিল, তারা নিহত হয়েছে৷''

অভিযানের আগে কেয়ার ইন্টারন্যাশনালের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ৷ ওই এলাকাটিতে বেশ কিছু রেস্ট হাউস রয়েছে৷ অনেক বিদেশি নাগরিক থাকেন রেস্ট হাউসগুলোতে৷

Dozens dead in Kabul explosions

কেয়ার ইন্টারন্যাশনালের অভিযান শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমে একজন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার খবর জানানো হয়েছিল৷ পরে অবশ্য দাবি করা হয়, অভিযানে তিন হামলাকারী নিহত হলেও কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়নি৷ সন্ত্রাসীদের হত্যা করে ১০ বিদেশিসহ মোট ৪২ জনকে উদ্ধার করেছে বলেও দাবি করেছে পুলিশ৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান