1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কামড়ে দেবার মানসিকতা

২৬ জুন ২০১৪

দাঁতহীন দুধের শিশুর কামড়, প্রথম দাঁত গজাবার পর অন্যকে কামড় – এ সবের প্রতিক্রিয়া হয় প্রশ্রয়ভরা হাসি৷ কিন্তু খেলার মাঠে প্রাপ্তবয়স্ক খেলোয়াড় অন্যদের নিয়মিত কামড়াতে থাকলে সেটা দুশ্চিন্তার বিষয়-মনে করছেন মনোবিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/1CPyn
Bildergalerie Borussia Dortmund FC Bayern München
ছবি: Getty Images

উরুগুয়ে দলের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ আবার কামড় দিয়েছেন৷ এই ঘটনা নিয়ে যথারীতি আবার হইচই পড়ে গেছে৷ এমন আচরণ বিশ্লেষণ করতে এবার মাঠে নেমেছেন মনোবিজ্ঞানীরা৷

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ইভা কিমোনিস বলেছেন, ম্যাচের ভিডিও দেখে মনে হচ্ছে ইটালির খেলোয়াড় কিয়েলিনি সুয়ারেজের পথ আটকে দেওয়ায় সুয়ারেজ তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন৷ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কিয়েলিনিকে কামড়ে দিয়েছেন৷ তাঁর অতীত আচরণের ইতিহাসের পরিপ্রেক্ষিতে এমন ঘটনার পরিণাম কী হতে পারে, সেই মুহূর্তে সেটা আর ভাবতে পারেননি৷ যখন বুঝেছেন, তখন তিনি নিজেই আহত হবার ভান করেছেন৷

কিমোনিস বেশ কিছুকাল ধরে মানুষের অসামাজিক আচরণ নিয়ে গবেষণা করছেন৷ তাঁর মতে, শৈশবে কামড়ানোর অভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়, কিন্তু প্রাপ্তবয়স্কদের মধ্যে এমন প্রবণতা বিরল৷ তবে এটা সাধারণত কোনো বিচ্ছিন্ন আচরণ নয়৷ দীর্ঘকাল ধরে বেয়াদবি বা আগ্রাসী মনোভাবের অভ্যাসের মধ্যে কামড় ছাড়াও মারধর করা, শাসানো, চিৎকার করার মতো প্রবণতাও দেখা যায়৷

এমন ধরনের মানুষ কোনো হুমকির মুখে পড়লে সাতপাঁচ বিবেচনা না করে অন্যকে মারধর করে বা কামড়ে দেয়৷ সেই হুমকি আসল না মনগড়া, তাও জানার দরকার নেই৷ কিছু হাসিল করার সম্ভাবনা দেখলেও হাত বা দাঁত চলতে পারে৷ প্রায়ই দেখা যায় সেই ব্যক্তি কোনো কারণে আগে থেকেই রাগে ফুঁসতে শুরু করেছে৷ ব্যর্থতা বা মানসিক চাপ থেকেও ক্ষোভ সৃষ্টি হতে পারে৷ তবে আগ্রাসী মনোভাব অভ্যাসে পরিণত হলে সেটা খুবই দুশ্চিন্তার বিষয়৷

‘ক্রনিক অ্যাগ্রেশন'-এর চিকিৎসার জন্য কিছু থেরাপির ব্যবস্থা রয়েছে৷ এর মাধ্যমে ক্ষোভ বা মানসিক চাপের কারণ শনাক্ত করতে সাহায্য করা হয়৷ কোনো ব্যক্তি এ বিষয়ে স্বচ্ছ ধারণা পেলে সে অনেক সহজে সেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারে৷

সুয়ারেজের ক্ষেত্রে আরও একটি বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন মনোবিজ্ঞানীরা৷ তাঁদের মতে, টিম-এর বাকি খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিক্রিয়া এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এমন কাণ্ড ঘটানোর পর কেউ যদি দেখে, যে বাকিরা সরাসরি বা পরোক্ষভাবে সেটা পছন্দ বা সমর্থন করছে, তাহলে সে নিজেকে বদলাবে না৷

আরেকটি বিষয়ও মনে রাখতে হবে৷ অনেক অ্যাথলিট খ্যাতির শিখরে পৌঁছে যে মাত্রায় মানসিক চাপের মধ্যে থাকেন, তা সামলানো মোটেই সহজ কাজ নয়৷ সেই অবস্থায় অনেকেই মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেন৷ কেউ কেউ অবশ্য পরে অনুতাপে ভোগেন, লজ্জা অনুভব করেন৷ সমস্যাকে সমস্যা হিসেবে মানতে পারলে তবেই তা দূর করা সম্ভব বলে মনে করেন মনোবিজ্ঞানীরা৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য