1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে গুজব, অনুমান

৫ নভেম্বর ২০১৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে ফাঁসির দণ্ড বহাল থাকা জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন চলছে৷

https://p.dw.com/p/1Dh1q
ছবি: Reuters

বুধবার সকালে এই জামায়াত নেতার পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার খবরে এই গুঞ্জন আরও ডানা মেলে৷

ফেসবুকে অমি রহমান পিয়াল লেখেন, ‘‘আজ রাতেই... হয়ত...৷''

ঢাকার নিউ এজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি নিয়মিত এই বিচার প্রক্রিয়া নিয়ে খবর সংগ্রহ করছেন, তিনি টুইটারে এ ধরণের গুজব সংক্রান্ত দুটি মন্তব্য করেন৷

এদিকে, কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরই রিভিউ পিটিশন দাখিল করা হবে৷ পিটিশনের নিষ্পত্তি হওয়ার আগে সরকার রায় কার্যকর করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি৷

তবে সোমবার কামারুজ্জামানের বিরুদ্ধে আপিল বিভাগ রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ‘‘রিভিউ করার আর কোনো সুযোগ রয়েছে বলে আমি মনে করি না৷ এর আগে কাদের মোল্লার পক্ষ থেকে রিভিউ করেছিল, তা খারিজ করে দেয় আদালত৷ এক্ষেত্রে রিভিউয়ের আর কোনো সুযোগ নেই৷'' সোহেল জাফর ফেসবুকে বুধবার এ সংক্রান্ত একটি তথ্য শেয়ার করেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য