1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারাবন্দিকে বিষ প্রয়োগের অভিযোগে মামলা

৫ মার্চ ২০২১

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বন্দিকে ‘বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ’ করার অভিযোগে জেল সুপার ও জেলারসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়৷

https://p.dw.com/p/3qFZL
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/M. Abed

কারাবন্দি রূপম কান্তি নাথের স্ত্রী বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে মামলাটি করেন৷ আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমি জানিয়েছেন৷

অভিযোগের বিষয়ে কারা কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

আইনজীবী ভুলন লাল বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর ১৩ (১)(২)-এর (ক)(খ) ও (গ) ধারায় মামলাটি করা হয়েছে৷ ৫০ বছর বয়সি রূপম কান্তি নাথ চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী উত্তর নাথ পাড়ার বাসিন্দা মৃত দেবেন্দ্র নাথ লালের ছেলে৷ তিনি ঠিকাদারি কাজে সরঞ্জাম সরবরাহের ব্যবসা করেন৷

রতন ভট্টাচার্য্য নামে এক ব্যক্তিকেও এই মামলার আসামি করা হয়েছে৷ তবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও কারাগারে কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হলেও এজাহারে তাদের নাম উল্লেখ করা হয়নি৷ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত চার আসামির বিরুদ্ধে করা মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন৷

রতন ভট্টাচার্য্যের সঙ্গে রূপমের আর্থিক লেনদেন নিয়ে হওয়া একটি মামলায় ১৫ ডিসেম্বর থেকে রূপম কারাগারে৷ রূপমের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ (৪২) মামলায় অভিযোগ করেন, ‘‘কারাগারে বন্দি অবস্থায় রতন ভট্টাচার্য্যের প্ররোচনায় ও আসামিরা পরস্পর যোগসাজশে ওই মামলায় সম্মতি আদায়ের জন্য এবং নির্যাতন করে হত্যার জন্য রূপমকে বৈদ্যুতিক শক দেয় ও রক্তাক্ত জখম করে৷’’ তিনি বলেন, ‘‘এরপর এই অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য দুই হাতে দুটি বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা করে৷’’ গত ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়৷ রূপমের স্ত্রী গত সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে একই অভিযোগ করেন৷

পরদিন আদালত এক আদেশে জানান, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর ৭(১) ধারা অনুযায়ী আদালত কর্তৃক অভিযোগকারীর মামলাটি গ্রহণের এখতিয়ার না থাকায় মামলাটি যথাযথ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হোক৷

২৪ ফেব্রুয়ারি রাতে রূপমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়৷ রূপমের আইনজীবী ভুলন লাল ভৌমিক জানান, আর্থিক লেনদেনের মামলাটি এখন অন্য একজন আইনজীবী পরিচালনা করছেন৷ ২৫ ফেব্রুয়ারি কারাগার থেকে ওই আইনজীবীকে ফোনে জানানো হয়, রূপম কান্তি নাথ হাসপাতালে আছেন৷ তার মুখে ও নিম্নাঙ্গে আঘাতের চিহ্ন আছে৷

বুধবার রূপমের পক্ষে জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করলেও জামিননামা জমা না দেওয়ায় বৃহস্পতিবার আবার ওই জামিন বাতিল করা হয় বলে আইনজীবী ভুলন জানান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান