1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালোর পর এবার সাদা ফাংগাস আতঙ্ক ভারতে

২৩ মে ২০২১

ব্ল্যাক ফাংগাস বা কালো ছত্রাককে মহামারি ঘোষণা করেছে ভারতের বেশ কিছু রাজ্য। তার সঙ্গে এবার হোয়াইট ফাংগাস বা সাদা ছত্রাক নতুন উদ্বেগ ছড়াতে শুরু করেছে৷

https://p.dw.com/p/3thVU
ব্ল্যাক ফাংগাস
ছবি: Uma Shankar Mishra/AFP/Getty Images

নতুন মহামারির আশঙ্কা ভারতে। দেশের একাধিক রাজ্য এবার ব্ল্যাক ফাংগাসকে মহামারি বলে চিহ্নিত করল। মহারাষ্ট্র, হরিয়ানা সহ একাধিক রাজ্যে দ্রুত ছড়াচ্ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাস। তবে একই সঙ্গে বিহারে আরো একটি নতুন রোগ পাওয়া গেছে। একে বলা হচ্ছে হোয়াইট ফাংগাস। চিকিৎসকদের বক্তব্য, হোয়াইট ফাংগাস ব্ল্যাক ফাংগাসের চেয়েও বিপজ্জনক।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখনো শেষ হয়নি। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও তা এখনো আড়াই লাখ। দিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এরই মধ্যে আতঙ্ক বাড়িয়েছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাস। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ব্ল্যাক ফাংগাসের প্রকোপ সবচেয়ে বেশি। প্রায় পনেরশ রোগী এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখনো পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে।

হরিয়ানাতেও গত কয়েক দিনে ২২৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও এই রোগের প্রকোপ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে আবেদন করেছে, রাজ্যগুলি যেন এই রোগে আক্রান্তদের তালিকা প্রস্তুত করে। এপিডেমিক অ্যাক্টের আওতায় এনে এই রোগকে মহামারি হিসেবে ঘোষণার কথাও বলা হয়েছে। রাজস্থান এবং তেলেঙ্গানা আগেই এই রোগকে মহামারি হিসেবে ঘোষণা করেছিল। বৃহস্পতিবার তামিলনাড়ু, গুজরাট, ওড়িশা এবং চণ্ডীগড়ও তা ঘোষণা করেছে।

ব্ল্যাক ফাংগাস কী

চিকিৎসকরা জানিয়েছেন, ব্ল্যাক ফাংগাস এক ধরনের ছত্রাক। মুখের বিভিন্ন অংশে যা ছড়িয়ে পড়ছে। এর ফলে নাক থেকে কালো রক্ত, জমাট বাঁধা রক্ত বের হচ্ছে। মুখ, চোয়ালের পেশী অকেজো হয়ে যাচ্ছে। এই ফাংগাসের সংক্রমণেও শ্বাসের কষ্ট হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, এই ফাংগাসের সংক্রমণে মৃত্যুর হার অনেক বেশি।

হোয়াইট ফাংগাস

ব্ল্যাক ফাংগাসের পাশাপাশি হোয়াইট ফাংগাসও ছড়াতে শুরু করেছে। বিহারে আটজন এই ফাংগাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই ফাংগাস ব্ল্যাক ফাংগাসের চেয়েও ভয়াবহ বলে মনে করা হচ্ছে। গোটা শরীরেরই এর সংক্রমণ হচ্ছে। ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গে ছড়িয়ে পড়ছে এই ফাংগাস। অন্য কোনো রাজ্য থেকে এখনো পর্যন্ত হোয়াইট ফাংগাসের খবর মেলেনি।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)