1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর উত্তেজনার মধ্যে পাকিস্তানে ভারতের শিল্পী!

১২ আগস্ট ২০১৯

দেশের সংবাদমাধ্যম থেকে বলিউড, সবাই যখন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে বিতর্কে ব্যস্ত, তখনই পাকিস্তানের মঞ্চ মাতাচ্ছেন ভারতের শিল্পী মিকা সিং৷

https://p.dw.com/p/3NmdC
ছবি: picture-alliance/dpa/B. Walton

দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যমে এখন একটাই ইস্যু— কাশ্মীর৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই অবনতির পথে হাঁটছে ভারত-পাক সম্পর্ক৷ এই প্রেক্ষিতে বদলাচ্ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক৷ রাজনৈতিক বিতর্কের ছায়া এসে পড়ছে বলিউডেও

ইতিমধ্যে পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে ভারতীয় ছবি৷ এমন পরিস্থিতে অবাক করলেন বলিউডের জনপ্রিয় কন্ঠশিল্পী মিকা সিং৷

রোববার তাঁকে দেখা যায় করাচিতে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মুশাররফের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গান গাইতে৷

সেই অনুষ্ঠানের একটি ভিডিও রোববার টুইট করেন পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েত৷ ইনায়েতের টুইটটি শেয়ার করা হলে তা ব্যাপক ভাইরাল হয়ে যায়৷

দু'দিনের মধ্যেই টুইটটি শেয়ার করেন ২৫ হাজারেরও বেশি মানুষ৷

ফেসবুক ও ইউটিউবেও ভিডিওটি ছড়িয়ে পড়ে৷

এরপর থেকেই দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল

ভারত-পাক সম্পর্কের বর্তমান অবস্থাকে মাথায় রেখে অনেকেই মিকা সিং-এর এই পদক্ষেপকে দেখছেন ‘দেশদ্রোহীতা' হিসাবে৷

এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য