1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর: টিকটক-স্টার হত্যাকারীদের এনকাউন্টারে মৃত্যু

২৭ মে ২০২২

বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে এনকাউন্টার হয় ওই লস্কর সদস্যদের। চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

https://p.dw.com/p/4Bv5f
কাশ্মীর
ছবি: Mukhtar Khan/AA/picture alliance

বুধবার কাশ্মীরী টিকটক স্টার আমরিন ভাটকে বাড়িতে ঢুকে হত্যা করেছিল দুই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে বলে কাশ্মীরের পুলিশ দাবি করেছে। পুলিশের দাবি, ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল। সেই জালেই আটকে পড়েছিল দুই হত্যাকারী। বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে তারা নিহত হয়। দুইজনেই লস্কর-ই-তইবার সদস্য। বৃহস্পতিবার রাতে আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, ওই দুই লস্কর সদস্যের কাছ থেকে একে ৫৬ রাইফেল, চারটি গুলিভরা ম্যাগাজিন এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। লস্কর কম্যান্ডার লতিফের নির্দেশে তারা একাজ করেছিল।

শ্রীনগরের অদূরে আরেকটি এনকাউন্টারে আরো দুই লস্কর সদস্যের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গত দুই দিনে এক পুলিশ অফিসার এবং ওই টিকটক-স্টারকে ঘরে ঢুকে হত্যা করা হয়। পুলিশ অফিসারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট্ট মেয়ে। ঘটনায় সে-ও গুরুতর আহত হয়েছে। অন্যদিকে আমরিনের সঙ্গেও ছিল ১০ বছরের এক শিশু। ঘটনায় সে-ও আহত হয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই)