1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কায়রো থেকে ভ্যান গখ চুরি গেছেন নিরাপত্তার গাফিলতিতেই

২৩ আগস্ট ২০১০

নিরাপত্তার গাফিলতিতেই ভ্যান গখ চুরি গেলেন কায়রো থেকে৷ এমন গাফিলতি যা কিনা অত্যন্ত নির্বোধের মত৷ বলছেন তদন্তকারীরা৷

https://p.dw.com/p/OtjS
ভ্যান গখ,কায়রো,চুরি, নিরাপত্তা, গাফিলতি, তৈলচিত্র,Vincent Van Gogh, Painting, Security, Cairo, Museum
সূর্যমুখী৷ ভ্যান গখের বিশেষত্ব তাঁর রঙের ব্যবহার৷ছবি: AP

কায়রোর খালিল মিউজিয়ামের নিরাপত্তায় বড়মাপের গাফিলতি রয়েছে৷ শনিবার মিউজিয়াম থেকে ভ্যান গখের একখানা অরিজিনাল তৈলচিত্র চুরি যায়৷ দর্শক সেজে আসা শিল্পচোর নিপুণভাবে ফ্রেম থেকে কেটে নিয়ে যায় ৫০ মিলিয়ন ডলারের তৈলচিত্রটি৷ ‘পপি ফ্লাওয়ারস' কিংবা ‘ভাস অ্যান্ড ফ্লাওয়ারস' নামের এই ছবিটি আত্মহত্যা করার তিন বছর আগে এঁকেছিলেন ভিনসেন্ট ভ্যান গখ৷

তদন্ত করতে নেমে মিশরের শীর্ষ গোয়েন্দাকর্তা আব্দেল মেজিদ মামুদ দেখতে পেয়েছেন নিরাপত্তার গাফিলতির ছবি৷ জানিয়েছেন, খালিল মিউজিয়ামের যাবতীয় অ্যালার্ম খারাপ ছিল৷ মিউজিয়ামের মোট ৪৩ টি সিকিওরিটি ক্যামেরার মধ্যে চুরির সময় কাজ করছিল মাত্র সাতটি ক্যামেরা৷ এ অবস্থায় অমূল্য শিল্পকর্ম চুরি যাওয়া কোন ব্যাপারই নয়৷ তবে মেজিদ একথাও জানিয়েছেন, অ্যালার্ম এবং ক্যামেরা এই দুটিই কিন্তু আংশিক সময়ের জন্য অচল হয়ে পড়েছিল, এবং তারপর আবার চালু হয়৷

বিস্ময়ের ব্যাপার এটা ছাড়াও আরও অনেক কিছুই আছে৷ যেমন ভ্যান গখের যে ছবিটি চুরি গেছে, সেটি অতীতেও একবার চুরি গিয়েছিল৷ সেবার এগারো বছর পর ছবি উদ্ধার হয় দুবাই থেকে৷ কয়েক বছর আগে এই মিউজিয়াম থেকেই কায়রোর গত শতকের শাসক ইব্রাহিম পাশার আঁকা দশটি তৈলচিত্র চুরি যায়৷ কয়েকদিন পর সেগুলো আবার উদ্ধারও হয় মিউজিয়ামের ডাস্টবিন থেকে৷ সেই ঘটনার পর নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছিল মিউজিয়ামকে৷

শনিবার ছবি চুরির পর একাধিক নাটক হয়েছিল সারাদিন৷ সংস্কৃতিমন্ত্রক জানিয়েছিল ছবি উদ্ধার হয়েছে বিমানবন্দরে এক ইটালিয় যুগলের কাছে৷ পরে আবার জানানো হয়, সে খবর ছিল ভুল৷ ভ্যান গখের ছবির সন্ধানে এখন চিরুনি তল্লাশি শুরু হয়েছে সর্বত্র৷ কিন্তু ইতিমধ্যেই এই দুর্মূল্য তৈলচিত্রটি বিদেশে কোথাও পাচার হয়ে গিয়ে থাকলে আর কিছুই করার নেই মিশর সরকারের৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম