1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিংবদন্তি সংগীত শিল্পী জুটি ‘সাইমন অ্যাণ্ড গার্ফাঙ্কেল'

৫ মে ২০১১

ষাটের দশকে পশ্চিমের সংগীত জগতে অসাধারণ সাড়া জাগিয়েছিলেন সংগীত শিল্পী সাইমন অ্যাণ্ড গার্ফাঙ্কেল৷ কিংবদন্তি হিট অ্যালবাম ‘ব্রিজ ওভার ট্রাবল্ড ওয়াটার'এর ৪০তম বর্ষপূর্তি এবার৷ এ অ্যালবামের নতুন সিডি ও ডিভিডি ছাড়া হচ্ছে৷

https://p.dw.com/p/119Fx
পল সাইমন ও আর্ট গার্ফাঙ্কেলছবি: PA

পল সাইমন সুরকার, গীতিকার, গিটারবাদক ও গায়ক - আর্ট গার্ফাঙ্কেল অভিনেতা ও গায়ক৷ বিশ্বব্যপী সাফল্য ও জনপ্রিয়তায়তা পেয়েছিলেন এই সংগীত শিল্পী জুটি৷ এমনকি আজো সংগীত জগতে চির সবুজ হয়ে আছে তাঁদের বহু গান৷ একাকিত্ব, আশা আকাঙ্ক্ষা, ব্যকুলতা, স্বপ্ন আর ভালবাসা নিয়ে তাঁদের ব্যালাড আঙ্গিকের গান আজো মুগ্ধ করে অসংখ্য সংগীতানুরাগীদের৷

দু'জনেরই জন্ম ১৯৪১ সালে নিউ ইয়র্কে৷ পল ১৩ অক্টোবর, আর্ট ৫ নভেম্বর৷ ছোট বেলায় একটি নাটকের স্কুলে তাঁদের পরিচয়৷ সংগীতের প্রতি দু'জনেরই ছিল গভীর অনুরাগ৷ ১৯৫৭ সালে তাঁরা ‘টম অ্যাণ্ড জেরি' সংগীত গোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে এই গোষ্ঠীরই নামকরণ হয় ‘সাইমন অ্যাণ্ড গার্ফাঙ্কেল'৷ পল সাইমন গীতিকার ও সুরকার এবং আর্ট গার্ফাঙ্কেল গায়ক৷ সেই থেকেই সংগীত জগতে তাঁদের সাফল্যের জয়যাত্রা৷ ১৯৬৫ সালে ‘দ্য সাউণ্ড অফ সাইলেন্স' গানটি তাঁদের এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

Simon and Garfunkel in der Köln Arena
কোলোনে এক কনসার্টে সাইমন ও গার্ফাঙ্কেলছবি: AP

১৯৬৭ সালে ডাস্টিন হফম্যান অভিনিত সাড়া জাগানো ‘দ্য গ্র্যাজুয়েট' ছায়াছবিতে তাঁদের সংগীত সংযোজনা মুগ্ধ করে বিশ্বের অসংখ্য দর্শক শ্রোতাদের৷ ‘মিসেস রবিনসন' গানটির জন্য ‘সাইমন অ্যাণ্ড গার্ফাঙ্কেল'কে গ্র্যামিপুরষ্কারে ভূষিত করা হয়৷

১৯৭০ সালে বের হয় তাদের আলোড়ন সৃষ্টিকারী অ্যালবাম ‘ব্রিজ ওভার ট্রাবল্ড ওয়াটার'৷ বিপুল জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করে এই অ্যালবাম৷ শুধু অ্যামেরিকাতেই তিন সপ্তাহের মধ্যে বিক্রি হয় প্রায় ১৭ লক্ষ কপি৷ সাইমন অ্যাণ্ড গার্ফাঙ্কেল হয়ে ওঠেন কিংবদন্তি৷ কিন্তু এই ছিল তাঁদের শেষ অ্যালবাম৷ ভেঙে যায় এই অসাধারণ সংগীতজুটি৷ আর্ট গার্ফাঙ্কেল অভিনয় জগতে ফিরে যেতে মনস্থ করেন৷ পল সাইমন সংগীত জগতেই থেকে যান এবং এখনও সাফল্যের সাথেই আছেন৷ মাঝেমধ্যেই একত্রিত হয়েছেন এই দুই শিল্পী কিন্তু সেই বন্ধন স্থায়ী হয়নি৷ একাধিক গ্র্যামি পুরস্কার ছাড়াও আরো বহু সম্মাননায় ভূষিত হয়েছন এই অসাধারণ জুটি ‘সাইমন অ্যাণ্ড গার্ফাঙ্কেল'৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক