1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিংস কাপ জিতলেও চ্যাম্পিয়নস লিগে বেগ পেতে হবে রেয়ালকে

২৩ এপ্রিল ২০১১

কিংস কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ১-০ গোলে হারাতে পারলেও কেদিরা সহ কিছু খেলোয়াড়ের চোট রেয়াল মাদ্রিদকে সমস্যার মুখে ফেলে দিয়েছে৷

https://p.dw.com/p/112kv
কিংস কাপের ফাইনালে দুই দৈত্যের সংঘাতছবি: picture-alliance/dpa

চ্যাম্পিয়নস লিগে জমজমাট খেলাগুলির মধ্যে একটি অবশ্যই চির প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনার মধ্যে হয়ে থাকে৷ সম্প্রতি এই দুই ক্লাব বেশ কয়েকবার পরস্পরের মুখোমুখি হয়েছে৷ বুধবার কিংস কাপের ফাইনাল ম্যাচে রেয়াল মাদ্রিদ ১-০ গোলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে৷ কিন্তু চ্যাম্পিয়নস লিগের দৌড়ে শেষ পর্যন্ত কে আগে থাকবে, তা বলা মুশকিল৷ রেয়ালের হাতে রয়েছে আরও ৬টি ম্যাচ৷ পয়েন্টের বিচারে আপাতত বার্সেলোনার চেয়ে পিছিয়ে রয়েছে তারা৷ এর মধ্যে আগামী বুধবার প্রথম দফার সেমিফাইনালে আবার বার্সেলোনার মুখোমুখি হতে হবে৷ এর মধ্যে আবার দলের ৩ বড় মাপের খেলোয়াড় আহত৷ জার্মান জাতীয় দলের খেলোয়াড় সামি কেদিরা, এমানুয়েল আদেবায়োর ও আনখেল দি মারিয়া আগামী ম্যাচে খেলতে পারবেন না৷ কেদিরা পায়ে এমন চোট পেয়েছেন, যে গোটা মরশুম জুড়ে তাঁর পক্ষে মাঠে নামা সম্ভব হবে না৷

Superteaser NO FLASH Spanien Fußball Real Madrid gewinnt Copa del Rey
‘কোপা দেল রেই’ বা কিংস কাপ হাতে রেয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার কাসিলিয়াসছবি: picture alliance / Jan Hübner

আপাতত দুই ক্লাবের কোচই তর্জন গর্জন করছেন৷ কিংস কাপে হেরেও বার্সেলোনার কোচ শোসেপ গুয়ার্দিয়োলা দমে যাবার পাত্র নন৷ তিনি আক্রমণাত্মক ছক বদলাতে চান না৷ প্রতিবার হেরে গেলেই স্টাইল নিয়ে যে প্রশ্ন তোলা হয়, সেটা তাঁর পছন্দ নয়৷ শোসেপ বলেছেন, ‘‘আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন এমন করেই খেলা হবে৷'' কিংস কাপের ফাইনালে তাঁর দল একেবারেই খারাপ খেলে নি বলে বিশ্বাস৷ চুপ করে বসে নেই রেয়ালের কোচ জোসে মুরিনিয়ো৷ কিংস কাপে জয় আত্মবিশ্বাসে ভরপুর এই পর্তুগিজ কোচকে আরও উৎসাহ এনে দিয়েছে৷ তবে তিনি ক্লাব বদল করে ইন্টার মিলানে চলে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে যে জল্পনা কল্পনা শুরু হয়েছে, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মুরিনিয়ো৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়