1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কিংস স্পিচ’ ছিনিয়ে নিল প্রোডিউসার্স গিল্ড পদক

২৪ জানুয়ারি ২০১১

২৭ ফেব্রুয়ারির জন্য দিন গুনছে হলিউড৷ অস্কার এর প্রতীক্ষায় ছবির জগত৷ তবে তার আগে প্রোডিউসার্স গিল্ড অফ অ্যামেরিকা - পিজিএ কিংবা রাইটার্স গিল্ড অফ অ্যামেরিকা - ডাব্লিউজিএ বছরের সেরা ছবিগুলোকে সামনে এনে হাজির করছে৷

https://p.dw.com/p/101Pu
British, actor, Colin, Firth, wife, Beverly, Hilton, Hotel, Los Angeles, California, USA, স্ত্রী , লিভিয়া, অভিনেতা, কলিন, ফার্থ, কিংস স্পিচ, প্রোডিউসার্স, গিল্ড, পদক
স্ত্রী লিভিয়াসহ অভিনেতা কলিন ফার্থছবি: picture alliance/dpa

সেরা ছবি হিসেবে পিজিএ পদক ছিনিয়ে নিল ‘দ্য কিংস স্পিচ'৷ অবশ্য ছবিটির তিন প্রযোজক আয়ান ক্যানিং, এমিলি শেরম্যান এবং গ্যারেথ আনউইন বলছেন, তাঁরা এই দৌড়ে একেবারে পেছনের সারিতে রয়েছেন বলেই ভেবেছিলেন৷ এতে চিত্রায়িত হয়েছে তোতলানো ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ এর চরিত্র৷ প্রধান ভূমিকায় রয়েছেন কলিন ফার্থ৷

মাত্র এক সপ্তাহ আগে সেরা অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোবস পদক পেয়েছেন ফার্থ৷ তবে সেখানে স্থান জোটেনি তাঁর অভিনীত এই ছবিটির৷ বরং গোল্ডেন গ্লোবস-এ চারটি পদক নিয়ে বাজিমাত করেছে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে তৈরি ছবি ‘সোশ্যাল নেটওয়ার্ক'৷

যাহোক, সেরা প্রামাণ্যচিত্র হিসেবে পিজিএ পেল ‘ওয়েটিং ফর সুপারম্যান'৷ মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার গলদ তুলে ধরা হয়েছে এই ছবিটিতে৷ সেরা টেলিভিশন কমেডি মনোনীত হয়েছে এবিসি চ্যানেলের ‘মডার্ন ফ্যামিলি' তথা আধুনিক পরিবার৷ সেরা টিভি নাটকের পদক পেল এএমসি'র ‘ম্যাড মেন'৷

এছাড়া ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ত্রাণ কার্যক্রমসহ অন্যান্য সমাজ সেবামূলক কাজের জন্য স্ট্যানলি ক্র্যামার পদক দেওয়া হলো অভিনেতা সিয়ান পেনকে৷ গোল্ডেন গ্লোবস বিজয়ী ‘সোশ্যাল নেটওয়ার্ক' ছবির প্রযোজক স্কট রাডিন পেলেন মর্যাদাকর ‘ডেভিড ও সেল্সনিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড'৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান